Beta
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

আদালতে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মিছিল, রাজ্জাকের ‘আত্মীয়’ আটক

AL-Protest-Court
[publishpress_authors_box]

দুই হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ফারুক খান ও ড. মো. আব্দুর রাজ্জাককে মঙ্গলবার দুই দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

তাদের এজলাস থেকে নামানোর সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করে। এ সময় একজনকে আটক করা হয়।

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম আদালত প্রাঙ্গণে মিছিল করতে দেখা গেল আওয়ামী লীগপন্থী আইনজীবীদের। আওয়ামী লীগের গ্রেপ্তার নেতাদের মামলায় অংশ নিলেও এতোদিন প্রকাশ্যে কোনও ধরনের কর্মসূচি পালন করা দেখা যায়নি তাদের।  

পুলিশ বলছে, আটক নাহিদ হোসেন সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের আত্মীয়।

গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খানকে রিমান্ডে নেওয়া হয়েছে বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে এক কর্মী নিহত হওয়ার অভিযোগে করা মামলায়।

টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে রিমান্ডে নেওয়া হয়েছে ঢাকার নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায়।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পর থেকে তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে গেছেন। তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন, আবার অনেক নেতা দেশ ছেড়েছেন বলে খবর এসেছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই দুই সদস্যকে গতকাল সোমবার রাজধানীর ঢাকার পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছে, শুনানি শেষে বিকাল ৩টার পর ফারুক খানকে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় আওয়ামী লীগ পন্থী ২০-২৫ আইনজীবী এ মিছিল বের করে। এক পর্যায়ে তারা সিএমএম আদালতের নিচে জড়ো হয়।

এসময় তারা ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার; শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দেয়।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক খান বলেন, “আদালত প্রাঙ্গণের মিছিল থেকে নাহিদ হোসেন নামে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের এক আত্মীয়কে আটক করা হয়েছে। অন্য বিক্ষোভকারীরা পালিয়ে গেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (প্রসিকিউশিন বিভাগ) তারেক জোবায়ের বলেন, “আমি মাত্রই দায়িত্ব নিয়েছি। তবে আমাদের নিরাপত্তার কোনও ঘাটতি ছিল না। আমরা আদালতের নিরাপত্তায় সর্বোচ্চ সর্তক রয়েছি।”

ফারুক খানকে সোমবার রাতে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলায় বলা হয়, ২০২২ ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় মাহফুজুর রহমান নামের একজন গত ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খানসহ ২৫৬ জনকে আসামি করে মামলাটি করেন।

১৯৯৬ সালের জুনে সপ্তম সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসন থেকে সংসদ সদস্য হন ফারুক খান। সেই থেকে এ আসনে টানা ছয়বার সংসদ সদস্য হন তিনি।

দ্বাদশ সংসদে জেতার পর তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০১১-১৩ সালেও তিনি এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার আগে কিছুদিন বাণিজ্যমন্ত্রী ছিলেন ফারুক খান।

সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাককে ইস্কাটন এলাকা থেকে গত সোমবার রাত পৌনে ৮টার দিকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকালে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ছাত্রজীবনের রাজনীতিতে জড়িয়ে পড়া আব্দুর রাজ্জাক মোট পাঁচবার টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ২০০৯ সালে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর মন্ত্রণালয়টি ভেঙে আলাদা হলে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা এই আওয়ামী লীগ নেতার রয়েছে যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটি থেকে নেওয়া পিএইচডি ডিগ্রিও।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত