Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

 ‘বেবি ফেদেরারের’ কাছে হারলেন আলকারাজ

মায়ামিতে শেষ আটে হেরে গেছেন হট ফেভারিট আলকারাজ।
মায়ামিতে শেষ আটে হেরে গেছেন হট ফেভারিট আলকারাজ।
[publishpress_authors_box]

গ্রিগর দিমিত্রভকে ডাকা হয় ‘বেবি ফেদেরার’ নামে। ক্যারিয়ারের শুরুটা আশা জাগানিয়া হলেও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তবে প্রতিভার ঝলক দেখান প্রায়ই। শুক্রবার যেমন দেখালেন মায়ামি মাস্টার্স-এ।

দিমিত্রভ ৬-২, ৬-৪ গেমে হারিয়ে দিলেন সময়ের অন্যতম সেরা তারকা স্পেনের আলকারাজকে। র‌্যাংকিংয়ে আলকারাজ আছেন দুইয়ে আর ৩২ বছরের দিমিত্রভ ১২ নম্বরে। ফেভারিট হয়ে আসা আলকারাজ তাই থামলেন কোয়ার্টার ফাইনালে।

শেষ আটের অপর ম্যাচে জয় পেয়েছেন আলেকজান্ডার জভেরেভ। চতুর্থ বাছাই এই জার্মান ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন হাঙ্গেরির ফাবিয়ান মারোজাসানকে।

 অলিম্পিকে সোনা জিতলেও ২০১৮ সালের পর মর্যাদার এই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছতে পারেননি জভেরেভ। ৬ বছর পর পেছনে ফেললেন ব্যর্থতাটা।

এদিকে মেয়েদের এককে টানা দ্বিতীয়বার ফাইনালে নাম লেখালেন এলেনা রাইবাকিনা। ২৪ বছরের এই তারকা সেমিফাইনালে সাবেক এক নম্বর ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়েছেন ৬-৪, ০-৬, ৭-৬ গেমে।

 দ্বিতীয় সেটে ০-৬’এ বিধ্বস্ত হওয়ার পর ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতায় খুশি তিনি, ‘‘খুব ভালো লাগছে আরও একবার ফাইনালে পৌঁছে। দ্বিতীয় সেটে মনোযোগ হারিয়ে ফেলেছিলাম।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত