ইতিহাসই গড়েছেন অ্যালেক্স হার্টলি। পিএসএল ইতিহাসে প্রথম নারী কোচ ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার। মুলতান সুলতানসে তিনি যোগ দিয়েছেন সহকারী স্পিন বোলিং কোচ হয়ে।
পাকিস্তানের সঙ্গে ইংল্যান্ডের সংস্কৃতির কোন মিল নেই। এমনকি মুসলিমও নন ৩০ বছর বয়সী হার্টলি। তবু সবার সঙ্গে মানিয়ে নিয়েছেন দারুণভাবে। অমুসলিম হয়েও দলের অন্যদের সঙ্গে রাখছেন রোজা।
বিবিসি ফাইভ লাইভ স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে হার্টলি জানালেন, ‘‘এখন রমজান চলছে আর ছেলেরাও রোজা রাখছে। আমি বুঝতে চেয়েছি রোজা রেখে খেলতে কেমন লাগে ওদের। তাই মনে হয়েছে এজন্য আদর্শ পথ নিজে রোজা রাখা। তাই ওদের সঙ্গে রোজা রাখছি আমিও।’’
রোজা অবস্থায় সুবেহ সাদেক থেকে মাগরিবের আজান না দেওয়া পর্যন্ত খাওয়া নিষেধ। আছে আরও কিছু বিধিনিষেধ। সবকিছু জানা নেই হার্টলির। তবে এত লম্বা সময় কিছু না খাওয়ার অভিজ্ঞতা নিয়ে জানালেন, ‘‘আমি মাত্রই কয়েকটা খেজুর আর সালাদ খেয়ে ইফতার করলাম। আমরা শুধু ভোর ৪টা পর্যন্তই খেতে পারি, এরপর আর কিছু খাওয়া যায় না পরদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত। এটা কঠিন, খুব কঠিন।’’
রোজার সময়ের সঙ্গে মানিয়ে নিতে হার্টলি নিজের সূচি বানিয়েছেন এভাবে,‘‘আমি ভোর চারটায় ঘুমাই (সাহরি খেয়ে), ম্যাচ যেহেতু রাত ৯টায়-তাই দিনে ঘুমাই অনেকটা সময়।’’
ইংল্যান্ডের হয়ে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ২৮ ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন হার্টলি। জিতেছেন ২০১৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
হার্টলির সঙ্গে মুলতান সুলতানস পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আয়ারল্যান্ডের সাবেক নারী ক্রিকেটার ক্যাথরিন ডেলটনকে।