আলিয়া ভাট অভিনীত ‘জিগরা’ পড়ে গিয়েছে বিতর্কের মধ্যে। সিনেমাটিতে আলিয়ার অভিনয় প্রশংসিত হলেও, বক্স অফিসের সংগ্রহ এবং ছবির গল্প নিয়ে বিতর্ক চলছে।
করণ জোহরের সঙ্গে মিলে আলিয়া এই সিনেমাটি প্রযোজনা করেছেন। তবে প্রায় ৮০ কোটি টাকা খরচ করে তৈরি হওয়া এই ছবিটি আশানুরূপ সাফল্য পায়নি। অনেকেই মনে করছেন, ছবির খরচ উঠতে সমস্যা হতে পারে।
এই সিনেমার জন্য আলিয়া প্রায় ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। তবে,বক্স অফিসের পরিসংখ্যানের কারণে ছবির অন্যান্য শিল্পীদের পারিশ্রমিক নিয়েও প্রশ্ন উঠছে।
দিব্যা খোসলা কুমারের ‘সাভি’ সিনেমার সঙ্গে ‘জিগরা’-এর গল্পের মিল নিয়েও বিতর্ক রয়েছে। দিব্যা দাবি করেছেন যে, আলিয়া এবং করণ জোহর তার ছবির গল্প চুরি করেছেন।
তিনি আরও দাবি করেছেন যে, আলিয়া নিজেই সিনেমার টিকিট কিনে নিয়েছেন বক্স অফিস সংগ্রহ বাড়াতে।
তবে আলিয়া এবং করণ জোহর এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে, এই বিতর্কের কারণে ‘জিগরা’ সিনেমাটি আরও বেশি আলোচনায় এসেছে।
মুক্তির প্রথম দিনে ‘জিগরা’-এর বক্স অফিস সংগ্রহ ছিল ৪.২৫ কোটি রুপি। এর আগে আলিয়ার প্রতিটি সিনেমাই প্রথম দিনে বক্স অফিসে ‘জিগরা’-এর তুলনায় বেশি ব্যবসা করেছে। সেই তুলনায় আয় যথেষ্টই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুক্তির পাঁচ দিন পরে এই ছবির বক্স অফিস সংগ্রহ মোট ১৯.৩৫ কোটি রুপি। শুধু পঞ্চম দিনে আয় ১.১ কোটি রুপি।
ছবির গল্প, বক্স অফিস সংগ্রহ এবং আলিয়ার পারিশ্রমিক নিয়ে প্রশ্ন উঠলেও, আলিয়ার অভিনয় প্রশংসা পেয়েছে।