পূজার ছুটিতে আলিয়া ভাট অভিনীত বলিউড মুভি ‘জিগরা’ মুক্তি পেয়েই বক্স অফিসে চ্যালেঞ্জের মুখে পড়েছে। কারণ ‘জিগরা’ মুক্তির দিনেই রাজকুমার রাও অভিনীত ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ মুক্তি পেয়েছে।
বক্স অফিসে এই দুই সিনেমার চলছে হাড্ডা-হাড্ডি লড়াই। ১১ অক্টোবর মুক্তি পাওয়ার পর প্রথম দিন ‘জিগরা’ সিনেমাটি ‘আয় করে ৪ কোটি ৫৫ লাখ রুপি। যা কিনা মুক্তির প্রথম দিনে আলিয়া অভিনীত কোন সিনেমার সবচেয়ে কম আয়। যদিও দ্বিতীয় দিন ঘুরে দাঁড়ায় এবং আয় করে ৬ কোটি ৫৫ কোটি রুপি।
‘জিগরা’ সিনেমার গল্প এগিয়ে গেছে আলিয়া ভাট অভিনীত চরিত্র সত্য আনন্দকে কেন্দ্র করে। সত্য তার ভাইকে রক্ষা করতে নেমে পড়ে এক মিশনে। সত্য’র ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনেতা ভেদাং রায়না। সিনেমার গল্পে ফুটে উঠেছে ভাই-বোনের ভালোবাসা, স্নেহ এবং আত্মত্যাগ। এটি একটি ইমোশনাল অ্যাকশন-থ্রিলার।
মুক্তির দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ালেও ‘জিগরা’ রাজকুমার রাওয়ের ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ সিনেমার চেয়ে পিছিয়েই আছে। দুদিনে ‘জিগরা’র আয় যেখানে ১১ কোটি ১০ লাখ রুপি, সেখানে ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ সিনেমার আয় গিয়ে ঠেকেছে ১২ কোটি রুপিতে।
এখন পর্যন্ত মুক্তির পর প্রথম সপ্তাহান্তে আলিয়া ভাটের সবচেয়ে কম আয় করা সিনেমা ‘জিগরা’। বাজার বিশ্লেষকরা বলছেন, এর আগে আলিয়া ভাট অভিনীত যেকোনও সিনেমাই প্রথম সপ্তাহান্তে অন্ততঃ ১০ কোটি রুপি বা তার কাছাকাছি আয় করেছে।
তবে তারা আশা করছেন সিনেমাটির নতুন সপ্তাহে আয় বাড়তে পারে।
‘জিগরা’ আলিয়া ভাট প্রযোজিত দ্বিতীয় সিনেমা। এর আগে নেটফ্লিক্স মুভি ‘ডার্লিং’ তিনি প্রযোজনা করেছিলেন। ‘জিগরা’ সিনেমায় প্রযোজক হিসেবে আরও আছেন করণ জোহরের ধার্মা প্রোডাকশনস। সিনেমাটি পরিচালনা করেছেন ভাসান বালা।