Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

‘জিগরা’ সিনেমার ব্যর্থতা নিয়ে মুখ খুললেন আলিয়া ভাট

alia-bhat
[publishpress_authors_box]

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত আলিয়া ভাট ও ভেদাঙ্গ রায়না অভিনীত ‘জিগরা’ সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। যদিও আলিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে, তবুও সিনেমাটি বাণিজ্যিক দিক থেকে ব্যর্থ হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভাট এই ব্যর্থতা নিয়ে মুখ খোলেন এবং বলেন, এই ব্যর্থতা তাকে তার পেশাগত স্বপ্ন পূরণে নতুন উদ্যম জুগিয়েছে।

৮০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘জিগরা’ সিনেমাটির প্রচারণা বাজেট ছিল আরও ১০ কোটি। এর বিপরীতে সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছে সবমিলিয়ে ৬২ কোটি রুপি।

লেখক জে শেঠীর সঙ্গে এক খোলামেলা আলোচনায় আলিয়া ভাট বলেন, “আমি একজন খুব আবেগপ্রবণ অভিনেত্রী, পেশাদার এবং প্রযোজক। আমি আমার কাজ নিয়ে খুব উৎসাহী। আমার কাজ নিয়ে কিছু স্বপ্ন আছে, যা কখনো শেষ হবে না। আমি কখনোই পুরোপুরি সন্তুষ্ট নই, আর আমার মনের এই দিকটা আমার খুব ভালো লাগে।”

তিনি আরও বলেন, “গত বছর আমার একটা সিনেমা মুক্তি পেয়েছিল, যেটা তেমন ভালো ব্যবসা করেনি। আর এটা আমাকে নতুন করে স্বপ্ন দেখার ও চেষ্টা করার উৎসাহ যুগিয়েছে। এটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। এটাই আমার পেশাগত স্বপ্ন।”

এর আগে, ফিভার এফএম-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ‘জিগরা’ সিনেমার পরিচালক ভাসান বালা সিনেমাটির ব্যর্থতা নিয়ে কথা বলেন।

তিনি বলেন, “বক্স অফিসে ভালো ব্যবসা করা আমার দায়িত্ব, কারণ আমরা সিনেমার ব্যবসায় আছি। তাই আমার বিশ্লেষণ করা দরকার। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, যার কারণে মানুষ সিনেমাটি দেখতে আসেনি। নিশ্চয়ই তারা এমন কিছু দেখেনি, যার জন্য তাদের হলে আসার দরকার ছিল। যদি কোনো অভিনেতা তাদের মূল্যবান সময় দেয়, তবে সেটাকে সার্থক করা উচিত।”

‘জিগরা’ সিনেমাটি ছিল ভাই-বোনের সম্পর্ক নিয়ে একটি অ্যাকশন-থ্রিলার। আলিয়া ভাটকে এরপর ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং ‘আলফা’ সিনেমায় দেখা যাবে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় রণবীর কাপুর ও ভিকি কৌশলের সাথে এবং ‘আলফা’ সিনেমায় শারভারি ও ববি দেওলের সাথে তিনি অভিনয় করবেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত