Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে রূপা জিতলেন আলিফ

_DS6
[publishpress_authors_box]

এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককের ফাইনালে পারলেন না বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। চীনা তাইপের আর্চারের কাছে ৬-৫ সেট পয়েন্টে হেরে রুপা জিতেছেন তিনি।

চীনা তাইপেতে শুরুটা ভালো করেছিলেন আলিফ। প্রথম সেট জিতে এগিয়ে যান। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান স্বাগতিকদের লোকাল হিরো হুয়াং লি-চেং। তৃতীয় সেট হয় ড্র। পরের দুই সেটেও সমানে সমান লড়াই। শেষ পর্যন্ত এক শটের লড়াইয়ে হেরে রুপা পেলেন আলিফ।

আবদুর রহমান আলিফ। ছবি: সংগৃহীত

পাঁচ সেটে গড়ানো লড়াই শেষ হয়েছিল ২৮-২৭, ২৬-২৭, ২৮-২৮, ২৮-২৯ ও ২৭-২৩ ব্যবধানে; অর্থাৎ ৫-৫ পয়েন্টের সমতায়।

পদক নির্ধারণী শটে ১০ স্কোর গড়েন লি-চেং। আলিফ স্কোর করেন ৯। তাতে বাংলাদেশের আর্চারের সোনা জয়ের আশা ভঙ্গ হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত