Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ফাইনালে ঢাকা মেট্রো, হাড়কিপ্টে আলিস

প্রথম ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রাকিবুল হাসান। ছবি : বিসিবি
প্রথম ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রাকিবুল হাসান। ছবি : বিসিবি
[publishpress_authors_box]

খেলাটা টি-টোয়েন্টি। এই ফরম্যাটে কিনা আলিস আল ইসলাম ৪ ওভার বল করে দিলেন কেবল ৫ রান! সঙ্গে উইকেট একটি। আলিসের হাড়কিপ্টে বোলিং আর মোসাদ্দেক হোসেন, রাকিবুল হাসানদের ঘূর্ণিতে এনসিএল টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে ৩৮ রানে হারিয়ে ফাইনালে নাম লেখাল ঢাকা মেট্রো। ২৪ ডিসেম্বর ফাইনালে তারা মুখোমুখি হবে রংপুরের।

সিলেটে শুরুতে ব্যাট করে ঢাকা মেট্রো থামে কেবল ৮ উইকেটে ১১৯ রানে। জবাবে ১৭.৪ ওভারে ৮১ রানে অলআউট খুলনা। পুঁজি অল্প হওয়ায় ঢাকা মেট্রোর হয়ে দুই প্রান্ত দিয়ে বোলিং ওপেন করেন দুই স্পিনার রাকিবুল হাসান ও আলিস আল ইসলাম। স্পিন বিষে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা খুলনা।

নিজের প্রথম ওভারে আজিজুল হাকিম তামিম (০ রান) ও ইমরুল কায়েসকে (০) ফেরান রাকিবুল। পরের ওভারে মোহাম্মদ মিঠুন হন রানআউট। এই ধাক্কাটা কাটিয়ে উঠতে না পারা খুলনা অলআউট মাত্র ৮১ রানে।

অধিনায়ক নুরুল হাসান ১৮ বলে ২২, এনামুল বিজয় ১৫ বলে ১৬ আর মাসুম খান ২৫ বলে করেন ১৬ রান। ১৩ রানে ৩ উইকেট মোসাদ্দেকের। ম্যাচ সেরা রাকিবুল হাসান ও মারুফ মৃধা নেন ২টি করে উইকেট। আলিস আল ইসলাম ১ উইকেট পেলেও তার ৪ ওভারে কেবল ৫ রান দেয়াটা চাপে ফেলেছিল খুলনাকে।

৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে আলিস আল ইসলাম নেন ১ উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে নাইম শেখের ৫৩ বলে ৫৭ আর ইমরানুজ্জামানের ১০ বলে ১৪-তে ঢাকা মেট্রো করেছিল ১১৯। ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়া মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ১ উইকেট।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত