সাই-ফাই মুভি ‘এলিটা: ব্যাটল এঞ্জেল’ পাঁচ বছর পর হিট হলো নেটফ্লিক্সে। আলোচিত ও সমালোচিত এই মুভিটি ২০১৯ সালে হলিউডে মুক্তির পর তুলেছিল আলোচনার ঝড়।
কথা ছিল সিনেমাটি পরিচালনা করবেন জেমস ক্যামেরন। কিন্তু পরে এই দায়িত্ব কাঁধে তুলে নেন রবার্ট রদ্রিগেজ। ক্যামেরন অবশ্য প্রযোজক এবং সহ-চিত্রনাট্য লেখক হিসেবে প্রোডাকশনে বেশ ভালোভাবেই যুক্ত ছিলেন।
রোজা স্যালেজার, ক্রিস্টোফ ওয়ল্টজ, জেনিফার কনেলি এবং মাহেরশালা আলী অভিনীত এই সাইবারপাঙ্ক অ্যাকশন মুভিটি মুক্তির পরই বিতর্কের মুখে পড়ে। কারণ পশ্চিমের ডানপন্থি রাজনৈতিক মতাদর্শের দর্শকরা একে ‘ক্যাপ্টেন মার্ভেল’ এর বিকল্প হিসেবে উপস্থাপন করে। একই সময়ে ‘ক্যাপ্টেন মার্ভেল’ মুক্তি পায়।
ব্লকবাস্টার এই মুভিটির গল্প গড়ে ওঠে সাইবর্গ চরিত্র এলিটাকে কেন্দ্র করে। একজন ডাক্তার তাকে খুঁজে পায় পুরোনো জঞ্জালের স্তুপে। যিনি বুঝতে পারেন, খুঁজে পাওয়া এই সাইবর্গের ভেতরে লুকিয়ে আছে এক কিশোরীর আত্মা। আর তাই, সাইবর্গটির অতীত রহস্য উদ্ঘাটনে বেড়িয়ে পরে এই ডাক্তার।
‘এলিটা: ব্যাটল এঞ্জেল’ মুক্তির সময় বিশ্বব্যাপী সাড়া ফেলে দিয়েছিল। মুভিটি ১৭০ মিলিয়ন ডলার বাজেটের বিপরীতে আয় করে ৪০৫ মিলিয়ন ডলার। তবে, সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়নি সিনেমাটি। রিভিউ সাইট রটেন টমেটোসে বর্তমানে এর রেটিং ৬১ শতাংশ।
সিনেমাটি গত ৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায়। আর মুক্তি পাওয়ার পর, প্ল্যাটফর্মটির সেরা ১০ মুভির তালিকায় জায়গা পাকা করে নিয়েছে। শেষ খবর পাওয়ার আগ পর্যন্ত, নেটফ্লিক্সে মুভিটি ৬.২ মিলিয়ন ভিউ হয়েছে আর মোট ১২.৭ মিলিয়ন ঘন্টা দেখা হয়েছে।
এদিকে জুলাই মাসে ফোর্বস এর সঙ্গে এক সাক্ষাৎকারে জেমস ক্যামেরন জানিয়েছেন এলিটার সিক্যুয়েল নিয়ে ভাবছেন তিনি।
পাশাপাশি ‘অ্যাভাটার’ এর আরও একটি সিক্যুয়েল নিয়ে কাজ করার ইঙ্গিতও তিনি দেন।