Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

ব্যাংক খুলেছে, চলছে লেনদেন

ফাইল ছবি
ফাইল ছবি
[publishpress_authors_box]

দেশের সব সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে মঙ্গলবার। এই পরিস্থিতিতে মঙ্গলবার দেশের ব্যাংকও খুলেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে অনির্দিষ্টকালের কারফিউ জারি করে সোমবার থেকে তিনদিন দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে সোমবার ছাত্র-গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

এরপর সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার থেকেই সব প্রতিষ্ঠান খোলা থাকবে।

এদিকে, মঙ্গলবার দেশের ব্যাংকগুলোর কার্যক্রম চললেও বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঝুঁকি বিবেচনা করে ব্যাংকগুলো শাখা খোলা রাখতে পারবে। অর্থাৎ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

ব্যাংকগুলো সে অনুযায়ী মঙ্গলবার শাখা পর্যায়ে লেনদেন শুরু করেছে।

এর আগে সোমবার রাতে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, “মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা খাকবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত