রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির জের ধরে বান্দরবান জেলার ছয় উপজেলায় ব্যাংকিং কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের এজিএম ওসমান গনি।
বুধবার বিকালে এ সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, “বান্দরবান জেলা সদরে ব্যাংকের কার্যক্রম চলবে। তবে থানচি, রুমা, রোয়াংছড়ি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় সব ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।”
দুপুর সোয়া ১২টার দিকে থানচি বাজারে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল সাধারণ গ্রাহক ও কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে ব্যাংকের ক্যাশ থেকে টাকা লুট করে পালিয়ে যায়।
এর আগে মঙ্গলবার রাতে রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণ করা হয় রুমা শাখার ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে।