বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ড্রয়ের একটা দিন কাটল শনিবার। এদিন হয়েছে দুটি ম্যাচ। দুটিই শেষ হয়েছে গোলশূন্যভাবে।
বসুন্ধরা কিংস অ্যারিনায় শেখ রাসেল ক্রীড়াচক্রের মুখোমুখি হয়েছিল ফর্টিস এফসি। মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অন্য ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ড্র করেছে বাংলাদেশ পুলিশের সঙ্গে।
আজকের খেলা
শেখ রাসেল ক্রীড়াচক্র ০: ০ ফর্টিস এফসি |
রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ০: ০ বাংলাদেশ পুলিশ |
ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলে কোনো রকম অবস্থানের হেরফের হয়নি শেখ রাসেল ও ফর্টিসের। এই ড্রয়ে ৫ ম্যাচে সমান ৫ পয়েন্ট শেখ রাসেল ও ফর্টিস এফসির।
৫ ম্যাচে ১ জয়, ২ ড্র, ২ হারে ৫ পয়েন্ট নিয়ে সাতে ফর্টিস। এর পরই রয়েছে শেখ রাসেল। তাদেরও ৫ ম্যাচে ১ জয়, ২ ড্র ও ২ হার।
শেখ রাসেলের বিপক্ষে মূলত একাই লড়ে গেছেন পা ওমর বাবু। বাকিরা কোনো সহযোগিতা করতে পারেননি।
গোল করতে না পারলেও ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন পা ওমর বাবু। ম্যাচ শেষে তার হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ফুটবলার আবদুল গাফফার।
শেখ রাসেল অবশ্য দুয়েকটা সহজ সুযোগ পেয়েছে। কিন্তু তাদের ফরোয়ার্ড সেলেমানে ল্যান্ড্রি কাজে লাগাতে পারেননি। মাঝ মাঠ থেকে বলের যোগান না আসায় শেষ পর্যন্ত খুব বেশি বক্সে ঢুকতে পারেননি। দ্বিতীয়ার্ধে অবশ্য তাকে মাঠ ছাড়তে দেখা গেছে।
সর্বশেষ ম্যাচে শেখ জামাল ধানমন্ডির কাছে ৪-১ গোলে হেরেছিল রহমতগঞ্জ। কিন্তু শনিবার অন্তত ১ পয়েন্ট নিতে পেরেছে ক্লাবটি। রহমতগঞ্জের ফরোয়ার্ড স্যামুয়েল কনি, আর্নেস্ট বোয়েটাংদের কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি। পুলিশের মাতেও পালাসিওস , শাহেদ মিয়ারাও ছিলেন নিষ্প্রভ।