Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

বিএনপিতে শামা ওবায়েদ ও বাবুলের সব পদ স্থগিত

শহিদুল ইসলাম বাবুল ও শামা ওবায়েদ
শহিদুল ইসলাম বাবুল ও শামা ওবায়েদ
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুলের দলীয় সব পদ স্থগিত করেছে বিএনপি।

সবশেষ দলটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন শামা, অঙ্গ সংগঠন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন শহিদুল ইসলাম বাবুল।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে তাদের সব পদ স্থগিত করা হয়।

শামা ওবায়েদ বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে।

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির কয়েকজন নেতা জানিয়েছেন।

নগরকান্দা ফরিদপুর–২ সংসদীয় আসনের এলাকা। এই উপজেলাতেই বাড়ি শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুলের। দুজনেরই স্থানীয় বিএনপিতে প্রভাব রয়েছে। আগামী নির্বাচনে এই দুই নেতাই বিএনপির হয়ে লড়তে চান বলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রচার রয়েছে।

সকালে কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পথসভা ছিল। সেই আয়োজনকে ঘিরে শামা ওবায়েদ ও বাবুলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এতে কবির ভূঁইয়া (৫৫) নামে বাবুলের এক সমর্থক নিহত হন। নিহত কবির উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভূঁইয়ার ছেলে।

এসময় দুই পক্ষের অন্তত অন্তত ২৫ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নগরকান্দা থানার ওসি মো. আমিনুর রহমান জানান, বিএনপির দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। তবে তার মধ্যেই একজন নিহত হন।

সকালে ফরিদপুরে এই ঘটনার পর রাতেই দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিএনপি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত