Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

সিটি করপোরেশন এলাকা বাদে সব প্রাথমিক স্কুল খুলছে ৪ আগস্ট

শিক্ষা অধিদপ্তর
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

দেশের ১২ সিটি করপোরেশেন ও নরসিংদী পৌর এলাকা ছাড়া যত প্রাথমিক বিদ্যালয় আছে সেগুলো আগামী ৪ আগস্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের ব্যানারে কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতায় প্রাণহানির প্রেক্ষাপটে গত ১৬ জুলাই থেকে বন্ধ রয়েছে সারাদেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান।

বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, যেসব এলাকায় কারফিউ থাকবে সেসব এলাকার সময়সূচী বিবেচনা করে সমন্বয় করতে পারবেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশের আওতাভুক্ত জেলায় চলমান কারফিউর সময়সূচী বিবেচনায় রেখে পাঠদান কার্যক্রমের সময় সমন্বয় করা যেতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় এলাকার বাস্তবতার আলোকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইপক্ষে সংঘাত হয়। পরদিন ১৬ জুলাই সংঘাত ছড়িয়ে পড়ে সারাদেশে। প্রাণহানি হয় ছয় জনের। এমন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সারাদেশের স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় সেদিন জানিয়েছিল, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত