টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে বিধ্বস্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরানের বিধ্বংসী ইনিংসের পর বোলারদের চমৎকার পারফরম্যান্সে রেকর্ডগড়া জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামের ম্যাচটিকে যেসব রেকর্ড হয়েছে, দেখে নেওয়া যাক-
এবারের বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৮ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপে যেকোনও দলের এটি সর্বোচ্চ সংগ্রহ। তারা ছাড়িয়ে গেছে নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কার গড়া ৬ উইকেটে ২০১ রানের সংগ্রহকে। বার্বাডোসে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়াও করেছিল ২০১ রান।
সর্বোচ্চ সংগ্রহ
দল | স্কোর |
ওয়েস্ট ইন্ডিজ | ২১৮/৫, প্রতিপক্ষ আফগানিস্তান |
শ্রীলঙ্কা | ২০১/৬, প্রতিপক্ষ নেদারল্যান্ডস |
অস্ট্রেলিয়া | ২০১/৭, প্রতিপক্ষ ইংল্যান্ড |
যুক্তরাষ্ট্র | ১৯৭/৩, প্রতিপক্ষ কানাডা |
কানাডা | ১৯৪/৫, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র |
এবারের বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ
নিকোলাস পুরান খেলেছেন ৯৮ রানের ইনিংস। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এটাই কারও ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। ক্যারিবিয়ান উইকেটকিপার পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সের ৯৪ রান।
ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ
খেলোয়াড় | স্কোর |
নিকোলাস পুরান | ৯৮, প্রতিপক্ষ আফগানিস্তান |
অ্যারন জোন্স | ৯৪*, প্রতিপক্ষ কানাডা |
রহমানউল্লাহ গুরবাজ | ৮০, প্রতিপক্ষ নিউজিল্যান্ড |
রহমানউল্লাহ গুরবাজ | ৭৬, প্রতিপক্ষ উগান্ডা |
ইব্রাহিম জাদরান | ৭০, প্রতিপক্ষ উগান্ডা |
বিশ্বকাপের পাওয়ার প্লেতে সর্বোচ্চ
পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৯২ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লেতে এটাই সর্বোচ্চ রানের কীর্তি। ক্যারিবীয়রা ভেঙেছে ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের গড়া ৯১ রানের রেকর্ড।
পাওয়ার প্লেতে সর্বোচ্চ
দল | স্কোর |
ওয়েস্ট ইন্ডিজ | ৯২, প্রতিপক্ষ আফগানিস্তান (২০২৪) |
নেদারল্যান্ডস | ৯১, প্রতিপক্ষ আয়ারল্যান্ড (২০১৪) |
ইংল্যান্ড | ৮৯, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (২০১৬) |
দক্ষিণ আফ্রিকা | ৮৩, প্রতিপক্ষ ইংল্যান্ড (২০১৬) |
ভারত | ৮২, প্রতিপক্ষ স্কটল্যান্ড (২০২১) |
ওয়েস্ট ইন্ডিজের দলীয় সর্বোচ্চ
ওয়েস্ট ইন্ডিজ করেছে ৫ উইকেটে ২১৮ রান। এখন এটাই তাদের টি-টোয়েন্টির সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ ছিল ২০৫/৬, ২০০৭ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ সংগ্রহ
প্রতিপক্ষ | স্কোর |
আফগানিস্তান | ২১৮/৫ (২০২৪) |
দক্ষিণ আফ্রিকা | ২০৫/৬ (২০০৭) |
অস্ট্রেলিয়া | ২০৫/৪ (২০১২) |
ভারত | ১৯৬/৩ (২০১৬) |
অস্ট্রেলিয়া | ১৯১/৮ (২০১২) |
গেইলকে ছাড়িয়ে পুরান
টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ছক্কা এখন নিকোলাস পুরানের। আফগানিস্তানের ম্যাচে ৮ ছক্কা হাঁকিয়ে ওভার বাউন্ডারির সংখ্যা নিয়ে গেছেন তিনি ১২৮-এ। ভেঙেছেন ক্রিস গেইলের ১২৪ ছক্কার রেকর্ড।
ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ছক্কা
খেলোয়াড় | ছক্কা |
নিকোলাস পুরান | ১২৮ |
ক্রিস গেইল | ১২৪ |
এভিন লুইস | ১১১ |
কাইরন পোলার্ড | ৯৯ |
রোভম্যান পাওয়েল | ৯০ |