এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে হুলস্থুল কান্ড অবশেষে থেমেছে। দুই দফা সাইবার আক্রমণ হওয়ার পর শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে ১০ জুনের হামজা চৌধুরীদের ম্যাচের সব টিকিট বিক্রি শেষ করতে পেরেছে বাফুফে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে মঙ্গলবার বিকেলে টিকেটের সর্বশেষ তথ্য জানাতে গিয়ে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, “আমাদের ১৮ হাজার ৩০০ টিকিটের সবই বিক্রি শেষ। আমরা দেখেছি গতকাল রাত থেকে প্রতি ৫ মিনিটে ৩০ হাজার ইউজার অনলাইনে আসার চেষ্টা করেছিল। আমরা একটা কিউ সিস্টেম করেছিলাম। কালকেও দুবার সাইবার অ্যাটাক এসেছিল। কিন্তু কালও আমরা সেটা সাকসেসফুলি মোকাবেলা করেছি। বিশেষ করে স্লো সিস্টেমটা নিয়ে। এবং পুরো সিস্টেমটা নিয়ে। আমরা গতকাল সারা রাত জেগে ছিলাম টিকেটিং কোম্পানির সঙ্গে। আমরা দেখেছি টিকেটিং কোম্পানি প্রত্যেক মিনিটে সাকসেসের সঙ্গে টিকিট সেল করছিল।”
গ্যালারির টিকিটসহ ক্লাব হাউজও বিক্রি হয়েছে বলে জানালেন তিনি, “ক্লাব হাউজ টু অনলাইনে সোল্ড আউট। বাকি যে হসপিটালিটি বক্স সেটা আগেই রবি একটা নিয়েছে। অন্য কর্পোরেট হাউজগুলোও নিয়েছে। সব সোল্ড আউট হয়ে গেছে।”

প্রথম দফায় যারা টিকিট কিনেছেন তারাও কোনও ভোগান্তি পোহাবেন না বলে জানান তিনি, “টিকিফাইয়ের ওয়েব সাইট লিঙ্ক থেকে কেউ টিকিট কিনলে ওগুলো শতভাগ সঠিক। ওই টিকিট দিয়ে খেলা দেখতে পারবেন দর্শক।”
আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিটও বুধবার থেকে পাওয়া যাবে। এমনটাই বললেন তিনি, “আজ এটা ( ১০ জুনের টিকিট) ক্লোজ করেছি। কাল বিকেল থেকে চেষ্টা করব ভুটান ম্যাচের টিকিট অনলাইন করে দেওয়ার জন্য।”
সব টিকিট বিক্রি হলেও কালোবাজারি হবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি শেষ একটা কথা বলতে চাই ব্ল্যাক মার্কেট সেল নিয়ে কথা উঠেছিল। আমরা সরকারের সঙ্গে কথা বলেছি। আমরা সেদিন ম্যাজিস্ট্রেট রাখব। সেদিন যদি কোনও নকল টিকিট পাই সঙ্গে সঙ্গে তাকে ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেওয়া হবে।”
এরপর তিনি যোগ করেন, “আর যদি টিকিট ভেরিফাই করি টিকিটের নাম থাকবে, নম্বর থাকবে ও একটা ইমেল আইডি থাকবে। কোনও মিস ম্যাচ যদি হয়, কোনও দর্শক যদি মাঠে এসে না ঢুকতে পারে কিউ আর কোড স্ক্যানিংয়ের জন্য। আমরা যদি প্রমাণ করতে পারি যে এটা একটা জাল টিকেট আমরা যে দর্শক যার নামে টিকিট উনার নামে মামলা হবে। ”
বাংলাদেশের ম্যাচের টিকিট উগান্ডা থেকেও এক দর্শক কিনেছেন বলে জানালেন তাজওয়ার আউয়াল, “বিশ্বে ইউএসএ থেকে অস্ট্রেলিয়া এমনকি উগান্ডা থেকেও একজন ইউজার ছিল। আমাদের কোনও প্রবাসী বাঙালি ভাই হবেন। ঈদের ছুটিতে হয়তো বাংলাদেশে আসবেন। ফেয়ারলি সুযোগ পেয়েছেন কিনেছেন।”



