Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

১০-১৫% কমিশন নিয়ে টেন্ডার বরাদ্দের অভিযোগ : শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

ss-sheikh selim-12-02-24
[publishpress_authors_box]

আওয়ামী লীগ নেতা গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের (শেখ সেলিম) বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর প্রকাশ্যে দেখা যায়নি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম ও তার পরিবারের সদস্যদের। গত ২০ আগস্ট তাদের ৯১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব তলব করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

দুদক কর্মকর্তা আক্তার হোসেন সাংবাদিকদের জানান, শেখ সেলিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৩০০ শত কোটি টাকার টেন্ডার বরাদ্দে পছন্দের ঠিকাদারের কাছ থেকে ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ হারে কমিশন নিয়ে কার্যাদেশ প্রদানের অভিযোগ রয়েছে।

তিনি বলেন, “এই অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক।”

১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত শেখ হাসিনার প্রথম শাসনামলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তার ফুফাতো ভাই শেখ সেলিম। এরপর তিনি আর মন্ত্রিত্ব পাননি; ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত