Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

রেকর্ড দামে আতলেতিকোয় আলভারেজ, ইন্টারেই মার্তিনেজ

al
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জিতেছেন ২০২২ বিশ্বকাপ। গত কোপা জয়ী আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটিতে জিতেছেন ট্রেবলও। তবু আর্লিং হলান্ডের জন্য ম্যানসিটিতে সেরা একাদশে সুযোগ হচ্ছিল না তার। ক্লাব ছাড়তে চাইছিলেন এজন্য।

আতলেতিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির এ নিয়ে সমঝোতাও হয়েছিল। আনুষ্ঠানিক ঘোষণাটা এল কাল। রেকর্ড ৮১.৫ মিলিয়ন পাউন্ড বা ৯৫ মিলিয়ন ইউরোয় ম্যানসিটি থেকে তাকে ৬ বছরের চুক্তিতে কিনল আতলেতিকো। এর আগে এত বেশি টাকায় কোন ফুটবলার বিক্রি করতে পারেনি ম্যানসিটি। ২০২২ সালে ৫০ মিলিয়ন পাউন্ডে রহিম স্টার্লিংকে চেলসির কাছে বিক্রিই ছিল এতদিনের সেরা।

আতলেতিকো ৭৫ মিলিয়ন ইউরো দিবে নগদ। বাকি ২০ মিলিয়ন ইউরো নির্ভর করবে চুক্তির নানা ধারা অনুযায়ী। ২০২২ সালের জানুয়ারিতে তাকে কেবল ১৪.১ মিলিয়ন পাউন্ডে রিভার প্লেট থেকে কিনেছিল ম্যানসিটি।  

ম্যানসিটির হয়ে ১০৩ ম্যাচে  ৩৬ গোল করা আলভারেজ বিদায় বেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘‘ অনেক আবেগ নিয়ে দুর্দান্ত এই ক্লাবকে বিদায় জানাচ্ছি। এখানে দুটি বিশেষ বছর কেটেছে। এই সময়ে একজন খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে আমি অনেক কিছু শিখেছি। ম্যানচেস্টার সিটি আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা নিয়ে থাকবে সবসময়।’’

২০২৯ পর্যন্ত ইন্টারেই থাকবেন মার্তিনেজ।

এদিকে আর্জেন্টিনার আরেক ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ থেকে যাচ্ছেন ইন্টার মিলানেই। ইতালির ক্লাবটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি আছে তার। কাল এর মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে ২০২৯ পর্যন্ত করেছেন মার্তিনেজ।

২০১৮ সালে ইন্টার মিলানে যোগ দিয়ে ৭টি শিরোপা জিতেছেন মার্তিনেজ, এর দুটি সিরি ‘এ’। ২৮২ ম্যাচে ইন্টারের হয়ে তার গোল ১২৯টি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত