চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হয়নি লিটন দাসের। ফর্মহীনতায় তার ওপর আস্থা রাখতে পারেননি নির্বাচকেরা। যেদিন বাদ পড়লেন দল থেকে, সেদিনই সেঞ্চুরি করেছেন তিনি। তার দুর্দান্ত শতকে মুগ্ধ ক্যারিয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। লিটন চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পাননি জেনে অবাকও হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসার।
১২ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের চূড়ান্ত দলে লিটনের না থাকাটা বড় চমক। জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়টা খুব বাজে যাচ্ছে তার। লিটন নিজেও মেনে নিয়েছেন তার না থাকার বিষয়টি। তবে ঢাকা ক্যাপিটালসের হয়ে তার রেকর্ডগড়া সেঞ্চুরি পরিস্থিতি ঘোলাটে করে তুলেছে। অ্যামব্রোসই যেমন লিটনের না থাকা সহজভাবে নিতে পারছেন না।
দুর্দান্ত রাজশাহীর বিপক্ষে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলেছেন লিটন। তার ইনিংসটি মাঠে বসে দেখেছেন অ্যামব্রোস। বিপিএলে তৃতীয়বার ধারাভাষ্যকার হিসেবে এসেছেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি। সিলেটে লিটনকে নিয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, “আমি জানি সে (লিটন) দলে জায়গা পায়নি। দারুণ একটি ইনিংস খেলেছে (দুর্দান্ত রাজশাহীর বিপক্ষে)। দারুণ খেলোয়াড়। সে দলে জায়গা পায়নি জেনে আমি কিছুটা অবাক হয়েছি। তবে… নির্বাচকরা তাদের কাজ করছে।”
সেঞ্চুরির পর অনেকেই লিটনকে দলে ফেরানোর দাবি তুলেছেন। অ্যামব্রোস সরাসরি না বললেও পরোক্ষভাবে জানিয়ে রাখলেন, “বাংলাদেশের নির্বাচকরা তাকে জায়গা দিতে পারে কিনা… কারণ সে দারুণ ফর্মে আছে এখন।”
সঙ্গে যোগ করেছেন, “(বিপিএলের) শুরুর দিকে সে রান পায়নি। (বাদ পড়ার) এটি কারণ হতে পারে। সে কিছুটা সংগ্রাম করেছে। নির্বাচকরা সবসময় পারফরম্যান্সে নজর রাখেন। যদি কেউ যথেষ্ট ভালো হয়ে থাকে, সামর্থ্য থাকে, তখন ফর্মে না থাকলেও নিতে চাইবেন অনেক সময়। তবে আমি তো আর নির্বাচক নই।”