Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

আমেরিকান অভিনেতার রহস্যজনক মৃত্যু

ছবি- এন্টারটেইনমেন্ট উইকলি
ছবি- এন্টারটেইনমেন্ট উইকলি
[publishpress_authors_box]

‘নাইন্টিন টোয়েন্টি থ্রি’ টিভি সিরিজে অভিনয়ের জন্য খ্যাত অভিনেতা কোল ব্রিংস প্লেন্টির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার কানসাস অঙ্গরাজ্যের পুলিশ তার মৃতদেহ শনাক্ত করে।

‘নাইন্টিন টোয়েন্টি থ্রি’ আমেরিকান টিভি সিরিজ ‘ইয়েলোস্টোন’ এর ধারাবাহিকতায় নির্মিত হয়েছে।   

মৃতদেহ শনাক্ত হওয়ার আগে অভিনেতা কোল ব্রিংসের নামে পারিবারিক সহিংসতায় জড়িয়ে পড়ার অভিযোগ পেয়েছিল পুলিশ।

তারপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পারিবারিক সূত্রও তার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে।

কানসাসের রাস্তায় থামিয়ে রাখা একটি গাড়ি দেখে চালকের খোঁজ শুরু করে পুলিশ। সেটির সূত্র ধরেই কাছের জঙ্গল থেকে ২৭ বছর বয়সী অভিনেতা কোল ব্রিংসের মৃতদেহ আবিষ্কার করে পুলিশ।

কানসাস পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ৩১ মার্চ এক নারী পুলিশকে ফোন করে সাহায্যের জন্য আবেদন জানান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যান। আর সন্দেহভাজন ব্যক্তিটি ছিলেন কোল ব্রিংস এবং ফোনে সাহায্য চাওয়া নারীটি ছিলেন তার স্ত্রী।

কানসাসের বেশ কয়েকটি ট্রাফিক ক্যামেরায় তার পালিয়ে যাওয়ার দৃশ্যও ধরে পড়ে। তাতে দেখা যায়, এ অভিনেতা শহর ছেড়ে দক্ষিণদিকে তার গাড়ি নিয়ে যাচ্ছেন।

কানসাস পুলিশ ঘটনাটিকে ‘পারিবারিক সহিংসতা’ হিসেবেই দেখছে।

কোল ব্রিংস প্লেন্টির মৃত্যু সংবাদ পাওয়ার পর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার চাচা মোজেস ব্রিংসও একজন অভিনেতা। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে তিনি কোল ব্রিংসের বাবার শোকাতুর বিবৃতি পোস্ট করেছেন।

বিবৃতিতে তার বাবা বলেন, “ভীষণ শোকাহত হৃদয়ে আজ বলতে হচ্ছে, আমার সন্তান কোল আর বেঁচে নেই। তার মৃত্যুতে যারা প্রার্থনার দুহাত তুলে ধরেছেন তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।”

কোল এর এই অকাল মৃত্যুতে আমেরিকার বিনোদন জগতের অনেকেই শোক প্রকাশ করেছেন।

অভিনেত্রী হ্যাসি হারিসন তার ইন্সটাগ্রাম পোস্টে লিখেছেন, “তোমার বিদায়ে ভীষণ কষ্ট হচ্ছে। তোমার পরিবারের জন্য ভালোবাসা এবং সমবেদনা…”।

আরেক অভিনেত্রী ওয়েন্ডি মনিজ লিখেছেন, “তোমার মৃত্যুর খবরে খুব দুঃখ পেয়েছি…পরিবারের প্রতি ভালোবাসা”।

যুক্তরাষ্ট্রের বেশকিছু সংবাদমাধ্যম তার পরিবারের বরাত দিয়ে লিখেছে, একটি টিভি শোতে কোল ব্রিংসের অংশ নেওয়ার কথা থাকলেও তাকে ফোন করে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হয় তিনি ফোন বন্ধ করে রেখেছিলেন। মৃত অভিনেতার পরিবারের দাবি, তার নামে যা যা বলা হচ্ছে- সেটি তার চরিত্রের সঙ্গে একেবারেই বেখাপ্পা।

কেন এই অকাল মৃত্যু কোল ব্রিংস প্লেন্টির- উত্তর খুঁজছে লরেন্স কানসাস পুলিশ ডিপার্টমেন্ট।         

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত