Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন চান আমিনুল হক

`বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের নেতৃত্বে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ছবি: সংগৃহীত।
`বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের নেতৃত্বে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়াঙ্গনের দুর্নীতি দূর করতে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। যার নেতৃত্বে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ক্রীড়া বিষয়ক সম্পাদকও।

গত ১৩ আগস্ট বিসিবি কার্যালয়ের বাইরে ক্রীড়া উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ ক্রিকেট বোর্ডকে ঢেলে সাজানোর কথা বলেছেন। ক্রিকেটের পর এবার ফুটবলকেও ঢেলে সাজানোর কথা বলেছেন বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের নেতারা। বুধবার  ফুটবলের আমূল সংস্কারের কথা বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুর্নীতিবাজ সভাপতি কাজী সালাউদ্দিনসহ তার কমিটিকে পদত্যাগের আহবান জানিয়েছেন আমিনুল হক।

ব্যানার-ফেস্টুনসমেত কয়েক শত ক্রীড়াপ্রেমীদের নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাবেক গোলরক্ষক আমিনুল হক। তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বরত এবং আমাদের যে ক্রীড়া উপদেষ্টা রয়েছেন তার কাছে আমি দাবি জানাচ্ছি ক্রীড়া পরিষদের মাধ্যমে বাফুফের বিরুদ্ধে যে ১০ কোটি টাকার দুর্নীতির কাজ চলছিল তা নতুনভাবে উত্থাপন করা। কাজী সালাউদ্দিনের নামে যে দুর্নীতির মামলা হয়েছে দুদকে; সেই মামলা উত্থাপিত করে তাকে আইনের আওতায় এনে তদন্ত করে তার বিচার কার্য সম্পন্ন করা হোক।”

বিসিবিতে যোগ্য সংগঠকদের দাবিতে আন্দোলন হয়েছে। ছবি: সংগৃহীত।

তিনি যোগ করেন, “ফুটবল ফেডারেশনের যারা দায়িত্বরত আছেন, তারা স্বেচ্ছায় পদত্যাগ করবেন। পদত্যাগ করে ভবিষ্যতে অ্যাডহক কমিটি গঠন করে তাদের মাধ্যমে গঠনমূলক নির্বাচন দিয়ে যাতে ফুটবল ফেডারেশন সাজাতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য।‘

বিগত সরকার দেশের সব খাতে দলীয়করণ, দুর্নীতি করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। স্বজনপ্রীতি, দুর্নীতি বন্ধের পাশাপাশি ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন আমিনুল হক। এ ব্যাপারে তিনি বলেন, “আমরা চাই বাংলাদেশে এখন থেকে ক্রীড়াঙ্গনের কোনও ফেডারেশনে দলীয়করণ, কোনও সংগঠনে রাজনীতি করা যাবে না। এখানে কোনও রকম দলীয়করণের কোনো সুযোগ নেই এবং আমরা চাই যারা ত্যাগী, বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন, মাঠে কাজ করেছেন তাদের দিয়ে আমরা প্রত্যেকটি ফেডারেশন সাজাব।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত