বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কোনও পদে নির্বাচনের আগ্রহ নেই জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের। রাজনীতিমুক্ত আর সক্রিয় ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে সংস্কারের দাবিতে সরব হয়ে উঠেছেন সাফজয়ী দলের এই গোলরক্ষক।
শনিবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করে মতিঝিলের বাফুফে ভবনের সামনে মানববন্ধন করেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। এই মনববন্ধনে উপস্থিত ছিলেন আমিনুলও। সেখানে তার বক্তব্যে শুধু বাফুফে সভাপতির পদত্যাগই দাবি করেন।
আগামী ২৬ অক্টোবর ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিন চূড়ান্ত করেছে বাফুফে। যদিও ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব আমিনুল। কিন্তু তারপরও বাফুফের কার্যনির্বাহী কমিটিতে ঢোকার কোনও ইচ্ছা নেই আমিনুলের। সকাল সন্ধ্যাকে তিনি জানান, “বাফুফেতে নির্বাচন করার কোনও ইচ্ছা নেই আমার। সভাপতি পদে কেন, সদস্য পদেও আমি নির্বাচন করতে চাই না। তবে আমি শুধু চাই যেন কাজী সালাউদ্দিন পদত্যাগ করেন।”
২০১০ সালে ফুটবল ছেড়ে আমিনুল ব্যস্ত হয়ে পড়েন রাজনীতিতে। আওয়ামী লীগ সরকারের অত্যাচারের শিকার হয়ে বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন জেলখানার অন্ধকার ঘরে। তারপরও দমে যাননি। সব সময় খোঁজ রেখেছেন ক্রীড়াঙ্গনের।
দেশের ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য এরই মধ্যে অন্তবর্তী সরকার একটি সার্চ কমিটি গঠন করেছে। সেই কমিটি অচিরেই বিভিন্ন ফেডারেশনগুলোতে সংস্কার আনার উদ্যোগ নেবে। দেশের খেলাধুলা যেভাবে পিছিয়ে পড়েছে তাতে হতাশ আমিনুল। তিনি এই সংস্কারের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে চান, “গত ২০ বছরে খেলাধুলায় বাংলাদেশ শুধু পিছিয়েই পড়েছে। এখানে যোগ্য ব্যক্তি কখনও দায়িত্ব পাননি। কোনও দলীয়করণ নয়, আমি চাই যোগ্যরা যেন ক্রীড়াঙ্গনের দায়িত্ব নেয়। তাহলেই বাংলাদেশের খেলাধুলা আরও এগিয়ে যাবে।”