গুঞ্জনটা ছিল অনেক দিন ধরে। সেটাই এখন বাস্তব। আজ (শুক্রবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পাওয়ায় আমিনুলের বিসিবি সভাপতি হওয়ার পথ পরিষ্কারই ছিল। বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন তিনি। বিসিবির ১৬ তম সভাপতি হলেন বুলবুল।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাসভবনে ডেকে ফারুক আহমেদকে জানিয়েছিলেন বিসিবি সভাপতি হিসেবে চাচ্ছে না তাকে। তবে পদত্যাগ করেননি ফারুক আহমেদ। এরপর ৮ পরিচালক ফারুকের প্রতি অনাস্থা জানালে এনএসিসি অপসারিত করে তাকে।
বিসিবির সভাপতি হতে হলে প্রথমে হতে হবে কাউন্সিলার, তারপর বোর্ডের পরিচালক এরপর ভোটে হতে হবে নির্বাচিত। কিন্তু আমিনুল ইসলাম কাউন্সিলরই ছিলেন না! বৃহস্পতিবার রাতে বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত কাউন্সিলর হিসেবে অনুমোদন দেওয়া হয় আমিনুল ইসলামকে। অনলাইন সভায় আমিনুলের কাউন্সিলরশিপ দ্রুত অনুমোদনও করেন ক্রিকেট বোর্ডের পরিচালকরা। এরপর আজ পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি হলেন তিনি।
বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন আমিনুল। ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে ১৪৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন তিনি।
আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘদিন কাজ করেছেন আইসিসিতে। তিনি দায়িত্ব পালন করছেন আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। আইসিসির হাইপারফরম্যান্স কার্যক্রম এবং ট্রেনিং এডুকেশনেরও প্রধান বাংলাদেশের এই তারকা। ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আগামী মাসে তার চুক্তির মেয়াদ শেষ হবে।