আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় একথা জানানো হয়েছে।
সেখানে বলা হয়, আমির হোসেন আমুকে পশ্চিম ধানমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা।
তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতন হলে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা হতে শুরু করে। যার অনেকগুলোতে আসামি করা হয়েছে আমির হোসেন আমুকে।
তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি ডিএমপি।
বর্ষীয়ান এ রাজনীতিবিদের জন্ম ১৯৪০ সালে বরিশালের ঝালকাঠিতে। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত আমির হোসেন আমু ১৯৬৪ সাল পর্যন্ত ছিলেন বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি। ১৯৬২ সালে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম কমিটিরও আহ্বায়ক ছিলেন তিনি।
আইন বিষয়ে লেখাপড়া শেষে ১৯৭০ সালে আইন পেশায় যুক্ত হন। ওই বছর প্রাদেশিক পরিষদ নির্বাচনে বরিশাল সদর আসন থেকে জয় পান। মুক্তিযুদ্ধ শুরু হলে সংগঠকের ভূমিকায় ছিলেন তিনি। এছাড়া বরিশাল, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, যশোর, ফরিদপুর সংগ্রামী অঞ্চলে মুজিব বাহিনীর প্রধান হিসাবে দ্বায়িত্ব পালন করেন।
১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বাকেরগঞ্জ-৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৩ সালের নির্বাচনে জয়ের পর পান ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সবশেষ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন তিনি।