রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থায় সংস্কার আনার কাজে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে ‘জাতীয় ঐক্যের’ আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই মুহূর্তে জাতীয় ঐক্যের কোনও বিকল্প নাই।
রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আমীর খসরু বলেন, ‘‘আমরা রাজনীতি করি, অনেক বক্তব্য দেই, যার যার প্রেক্ষাপট থেকে আমাদের কথাগুলো বলি এবং বলব। কিন্তু বটম লাইন হচ্ছে, অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে সমর্থন করে কাজগুলো (সংস্কার) সম্পন্ন করতে হবে।”
এই মুহূর্তে জাতীয় ঐক্যের বিকল্প নাই উল্লেখ করে তিনি বলেন, “যে শক্তি বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে ধ্বংস করে দিয়েছে, সেই শক্তি পরাহত করতে হবে জাতীয় ঐক্যের মাধ্যমে। জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে অক্ষুন্ন রাখতে হবে, বর্তমান অন্তর্বতীকালীন সরকারকে সমর্থন করতে হবে। আবার আমাদের কথাগুলোও আমাদের বলতে থাকতে হবে।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এবি পার্টির উদ্যোগে ‘অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস: কেমন গেলো, কেমন যেতে পারতো’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
সেখানে বিএনপির এই নেতা বলেন, “যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কীভাবে চলবে। আমরা যারা রাজনীতি করি, আমরা তাদের কাছে গিয়ে বলব- তাদের জন্য কী করতে চাই, কী পরিবর্তন চাই। এরপর তারা সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে চলবে। এর ব্যতিক্রম হওয়ার সুযোগ নাই।”
অনেক আত্মত্যাগের পর একটা স্বাধীন দেশ, মুক্ত দেশ পেয়েছি উল্লেখ করে তিনি বলেন, “মুক্ত আবহাওয়ায় কথা বলতে পারছি। কারও কোনও শঙ্কা নাই, সাংবাদিকদেরও শঙ্কা নাই।
“এই মুক্ত বাংলাদেশ আমাদের ধরে রাখতে হবে। শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটা আমাদের বুঝতে হবে। এই মনোজগত বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় পরিপূর্ণভাবে। বাংলাদেশের মানুষ রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে লেভেল প্লেয়িং ফিল্ড চায়। যেন সবার সমান অংশগ্রহণ থাকে।”
বাংলাদেশের জনসংখ্যার ৬৫ শতাংশের বয়স ৩৫ বছরের নিচে জানিয়ে তিনি বলেন, এই জনসংখ্যা কী ভাবছে, তাদের প্রত্যাশা কী, তাদের আকাঙ্খা কী, সেটা বুঝতে হবে। যারা এটা বুঝবে না, আগামীর রাজনীতিতে তাদের খুব বেশি জায়গা থাকবে না।
আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “তারা (অন্তর্বর্তী সরকার) বলছেন, আমরা সংস্কার করব, ততদিন সময় দিন। তাহলে বলতে হয়, সংস্কারে কী কী এজেন্ডা আছে সেটা বলেন এবং তার জন্য কয়দিন লাগবে সেটা বলেন। গত এক মাসে এই ব্যাপারে আমি কোনও লাইফ দেখতে পারছি না।”
জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে না এগোলে এই সরকার কোনোদিনই সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, “মূল্যায়নের জন্য নিশ্চয়ই এক মাস যথেষ্ট। তাতে প্রশ্নটা তৈরি হচ্ছে। এটার জবাব যে আমরা পাব তার তো কোনও সিস্টেম নাই, উনারা যে জবাব দেবেন এমনও সিস্টেম নাই।
“আপনি যদি বন্যা নিয়ে এনজিওর সঙ্গে ঘণ্টা ধরে কথা বলতে পারেন, আপনি যদি ব্যবসায়ীদের ডেকে কথা বলতে পারেন, তাহলে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন না কেন?”