বলিউডের তিন সুপারস্টার আমির, সালমান আর শাহরুখ খান যে ভাল বন্ধু এ-কথা কে না জানে। সেই বন্ধুত্বের দাবি নিয়ে এবার আমির খান চাইছেন সালমান আর শাহরুখের সঙ্গে একই সিনেয়ায় কাজ করতে।
‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির জানিয়েছেন এক সিনেমায় তিন বন্ধুর কাজ করার ব্যাপারে আগেই কথা বলে রেখেছেন তিনি। অপেক্ষা শুধু মনমতো চিত্রনাট্যের।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে বক্তব্য রাখতে গিয়ে আমির বলেন, “আমার মনে হয় সালমান এবং শাহরুখও সমানভাবে একমত, এবং তারা বলেছিলেন, ‘আমাদের তিনজনের একসঙ্গে একটি সিনেমায় কাজ করা উচিত…’ আশা করি এটি খুব তাড়াতাড়িই হবে।”
আমির আরও জানান, কয়েক মাস আগেই নাকি তারা তিনজন একসঙ্গে বসে আলাপ খানিকটা এগিয়েও রেখেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, “প্রায় ছয় মাস আগে শাহরুখ, সালমান এবং আমি একসঙ্গে বসে ছিলাম, এবং আমাদের এই ব্যাপারে কথা হয়। আসলে, আমি-ই প্রথম বিষয়টি তাদের কাছে নিয়ে যাই। তখন শাহরুখ এবং সালমানকে বলেছিলাম, আজও যদি একসঙ্গে একটি সিনেমা না করি, তাহলে সত্যিই খুব দুঃখজনক হবে।”
অবশ্য আমির খান এর আগেও একবার কপিল শর্মা শোতে বলেছিলেন, “আমরা এত বছর ধরে একই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, অথচ ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও যদি আমরা একসঙ্গে একটি সিনেমা না করি, তাহলে সেটা দর্শকদের প্রতি অন্যায় হবে। আমাদের অন্তত একটি সিনেমা একসঙ্গে করা উচিত।”
আমির খানকে সর্বশেষ দেখা গিয়েছিল হলিউডের ‘ফরেস্ট গাম্প’ এর রিমেক ‘লাল সিং চাড্ডা’ তে। সিনেমাটি সমালোচকদের কড়া সমালোচনার মুখে পড়েছিল। আমির বর্তমানে ‘তারে জমিন পার’ এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’ এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।