Beta
রবিবার, ১৫ জুন, ২০২৫
Beta
রবিবার, ১৫ জুন, ২০২৫

অমিত সম্ভাবনার অমিতের ডাবল সেঞ্চুরি

জাতীয় লিগে ৫ রাউন্ড শেষে একটি করে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করেছেন অমিত। ছবি : বিসিবি
জাতীয় লিগে ৫ রাউন্ড শেষে একটি করে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করেছেন অমিত। ছবি : বিসিবি
[publishpress_authors_box]

প্রথম শ্রেণীর ক্রিকেটে অমিত হাসানের গড় ৪৬.০৮। সেঞ্চুরি ৭টি, ফিফটি ৯টি। সর্বোচ্চ রানের ইনিংস ১৮৬। কক্সবাজারে জাতীয় লিগে খুলনার বিপক্ষে নামার আগে এই পরিসংখ্যানই ছিল সিলেটের উইকেটরক্ষক ব্যাটার অমিতের।

এমন অমিত সম্ভাবনার অমিত হাসান রবিবার (১০ নভেম্বর) করলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। প্রথম দিন অপরাজিত ছিলেন ১০৯ রানে। দ্বিতীয় দিন ২৩ বছর বয়সী এই ব্যাটার থামলেন ২১৩ রানে। ৬৩৮ মিনিট ক্রিজে থেকে ৪৫৫ বলে ১৮ বাউন্ডারি ১ ছক্কায় ইনিংসটি খেলে জিয়াউর রহমানের বলে ফেরেন অমিত।

এছাড়া আসাদুল্লা আল গালিবের ১১৫ আর পিনাক ঘোষের ৯৯-এ ৭ উইকেটে ৪৯৬-এ ইনিংস ঘোষণা করে সিলেট। জবাবে বিনা উইকেটে ৩ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে খুলনা।

সিলেটে অনুষ্ঠিত জাতীয় লিগের অপর ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে ঢাকা মহানগর অলআউট হয় ৩০৪ রানে। ৪টি করে উইকেট নেন এনামুল হক ও শুভাগত হোম। ঢাকা বিভাগ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৬ উইকেটে ২৫৪ রানে।

রাজশাহীতে রংপুরের ১৮৯ রানের জবাবে ঠিক ১৮৯ রানে অলআউট রাজশাহী বিভাগ। দ্বিতীয় ইনিংসে রংপুর করেছে ৪ উইকেটে ৮৩।

কক্সবাজারে অনুষ্ঠিত আরেক ম্যাচে বরিশালের ৩১৮ রানের জবাবে চট্টগ্রাম দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৩ উইকেটে ২০২ রানে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত