Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ভারতের শান্তি নষ্ট করছে : অমিত শাহ

amit shah 271024
[publishpress_authors_box]

বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে ভারতের শান্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে শান্তি তখনই আসবে যখন আন্তঃসীমান্ত অনুপ্রবেশ বন্ধ হবে।

রবিবার বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের অপর পাশে অবস্থিত ভারতের পেট্রোপোল স্থলবন্দরে নতুন একটি যাত্রী টার্মিনাল উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ২০২৬ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় গেলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ করা হবে বলেও আশ্বাস দেন এই রাজনীতিবিদ।

অমিত শাহ বলেন, “যদি আন্তঃসীমান্ত চলাচলের কোনও বৈধ পথ না থাকে তখন অবৈধ অভিবাসনের ঘটনা ঘটে। অবৈধ অভিবাসন দুই দেশের শান্তি নষ্ট করছে। আমি বাংলার (পশ্চিমবঙ্গ) জনগণকে বলতে চাই, ২০২৬ সালে পরিবর্তন আনুন (রাজ্য সরকারে), আমরা অনুপ্রবেশ বন্ধ করব। অনুপ্রবেশ বন্ধ করা গেলেই এই বাংলায় শান্তি আসবে।”

বাণিজ্য বা যাত্রী চলাচল, দুই ক্ষেত্রেই বাংলাদেশ ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর একটি বেনাপোল-পেট্রাপোল। ভারত ও বাংলাদেশের স্থল বাণিজ্যের ৭০ শতাংশই হয় এই সীমান্ত দিয়ে।

প্রায় ৫০০ কোটি রুপি খরচ করে পেট্রাপোল স্থলবন্দরে নতুন এই টার্মিনাল তৈরি করা হয়েছে। এখানে প্রতিদিন ২৫ হাজার যাত্রী ধারণ করা যাবে।

এই অঞ্চলে শান্তি আনতে স্থলবন্দর গুরুত্বপূর্ণ উল্লেখ করে অমিত শাহ বলেন, “দুই দেশের সংযোগ ও সম্পর্ক আরও দৃঢ় করতে স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্দর দুই দেশের বাণিজ্য সম্পর্ক বাড়াতেও ভূমিকা রাখে।”

দুটি দেশের মধ্যে প্রায় ৪ হাজার কিলোমিটারের বেশি সীমান্ত এলাকা রয়েছে। গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তখন থেকে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করে ভারত।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক নেতাকর্মীও আশ্রয় নেন ভারতে।

অস্থিতিশীল পরিস্থিতিতে প্রথমে নিজেদের সব ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় ভারত। পরে আবার তা চালু করলেও বন্ধ রাখে পর্যটক ভিসা প্রদান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত