চার বছর সেন্সরবোর্ডের চার দেয়ালে বন্দি থাকার পর সার্টিফিকেশন বোর্ডে এসে বড়পর্দার জন্য মুক্তি পেল অনন্য মামুনের চলচ্চিত্র ‘মেকাপ’।
অশ্লীলতা ও সিনেমার মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে চলচ্চিত্রটিকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয়। সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর নবগঠিত সার্টিফিকেশন বোর্ডে মুক্তির অনুমতি চেয়ে ফের আবেদন করেন নির্মাতা অনন্য মামুন।
অনন্য মামুন জানান, যৌক্তিকভাবে মাত্র ১ মিনিটের দৃশ্য কেটে দেয়ার শর্তে ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্রটি। এতে তিনি খুশি। গত ১৭ ডিসেম্বর ‘ইউ গ্রেড’ (সব বয়সের দর্শকের জন্য উন্মুক্ত) সার্টিফিকেট পান মামুন।
চলচ্চিত্রটি আজ মুক্তি পেয়েছে দেশের ২৩টি প্রেক্ষাগৃহে।
সিনেমার গল্পে দেখা যাবে, লাইট ক্যামেরায় বন্দি শিল্পীদের জীবন। মেকআপের কারণে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। চলচ্চিত্রের অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষে ‘মেকাপ’ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়।
চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলি, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জী, বিশ্বনাথ প্রমুখ।
প্রসঙ্গত, ২০২১ সালের ২১ মার্ট ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে চলচ্চিত্রটি মুক্তি পায়।