বদলে যাচ্ছে ক্লাব বিশ্বকাপের ফরম্যাট। আগামী বছরে থেকে ৩২ দল নিয়ে নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। কিন্তু রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জয়ী কোচ কার্লো আনচেলোত্তি জানিয়ে দিলেন, এই টুর্নামেন্টে খেলবে না তার দল। এমনকি ইউরোপ থেকে যে ১২টি দলের অংশ নেওয়ার কথা তারাও নাকি আগ্রহ দেখাবে না।
ইতালিয়ান ট্যাবলয়েড ‘ইল জোর্নালে’ দেওয়া সাক্ষাৎকারে আনচেলোত্তি বলেছেন, ‘‘ক্লাব বিশ্বকাপের ভাবনা ফিফার ভুলে যাওয়া উচিত। কোনও ক্লাবের ফুটবলাররাই এই টুর্নামেন্টে অংশ নিতে চাইবে না। রিয়াল মাদ্রিদের একটি ম্যাচের মূল্যই ২০ মিলিয়ন ইউরো। সেখানে গোটা টুর্নামেন্ট খেললে ফিফা আমাদের এই টাকা দেবে। কোনও প্রশ্নই ওঠে না। আমাদের মতো অন্য ক্লাবগুলোও ফিরিয়ে দেবে এই প্রস্তাব।’’
আনচেলোত্তির এমন ‘বোমা’র পর তোলপাড় উঠে ফুটবল বিশ্বে। তবে কোচের মন্তব্যের সঙ্গে এক হতে পারেনি রিয়াল। তারা বিবৃতি দিয়েই জানায় গর্ব নিয়ে খেলবে ক্লাব বিশ্বকাপে,“আমাদের ক্লাব পরিকল্পনা অনুযায়ীই, এই অফিসিয়াল টুর্নামেন্টে অংশ নেবে।’’
পরে নিজের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে ‘এক্স’-এ লিখেন আনচেলোত্তিও,‘‘আমি যেভাবে বলতে চেয়েছি সেটা ভুলভাবে উপস্থাপিত হয়েছে। রিয়ালের হয়ে আরেকটা শিরোপা জয়ের দারুণ সুযোগ এটা।’’.
প্রতি চার বছর পরপর হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। প্রতি বছর ক্লাব বিশ্বকাপ নামে যে টুর্নামেন্ট হয়ে আসছে, সেটিও থাকছে ‘ইন্টারকন্টিনেন্টাল কাপ’ নামে।