বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাত ১টার দিকে ঢাকার গুলশানের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে ডিবিপ্রধান হারুন-অর-রশিদ সকাল সন্ধ্যাকে বলেন, ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পার্থকে কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে ঢাকার বনানীতে সেতু ভবনে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠায়।
আন্দালিব রহমান পার্থ এক সময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে ছিলেন। পরে তিনি জোট থেকে বেরিয়ে যান।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি বিভিন্ন পোস্ট দেন ব্যারিস্টার পার্থ।