Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

চলে গেলেন জার্মানিকে ১৯৯০ বিশ্বকাপ জেতানো ব্রেমা

২২২২২
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

কোটি আর্জেন্টাইন ভক্তের হৃদয় ভেঙেছিলেন আন্দ্রেয়াস ব্রেমা। ১৯৯০ বিশ্বকাপ ফাইনালে তার পেনাল্টিতেই ডিয়েগো ম্যারাডোনাদের হারিয়ে বিশ্বকাপ জিতেছিল পশ্চিম জার্মানি। ৬৩ বছর বয়সে কাল (বুধবার) মারা গেছেন তিনি।

জার্মান দৈনিক বিল্ড জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মিউনিখে  মারা গেছেন ব্রেমা। জিয়েমসেনসট্রাসে বাড়ির পাশের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল ব্রেমাকে। কিন্তু বাঁচানো যায়নি।

ব্রেমার মৃত্যুতে তার সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখের বিবৃতি, ‘‘আন্দ্রেয়াস ব্রেমার আকস্মিক মৃত্যুতে বায়ার্ন মিউনিখ গভীরভাবে শোকাহত। বিশেষ মানুষ আর বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আন্দ্রেয়াস ব্রেমা সব সময় থাকবেন আমাদের হৃদয়ে।’’

জার্মানির হয়ে ৮৬ ম্যাচে ৮ গোল করেছেন ব্রেমা। এর বেশিরভাগই বিশ্বকাপে। সবচেয়ে বিখ্যাত গোলটি ১৯৯০ বিশ্বকাপ ফাইনালে। ৮৫ মিনিটে তার পেনাল্টিতে চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি। সেই বিশ্বকাপে ৩টি গোল করেছিলেন তিনি। ১৯৮৬ বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন ফ্রিকিক থেকে। সেই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল গড়ায় টাইব্রেকারে। মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় শটটা জালে জড়ান তিনি।

রক্ষণ ও মাঝমাঠ মিলিয়ে ১০টি পজিশনে খেলেছেন ব্রেমা। তাকে নিয়ে একবার জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার বলেছিলেন, ‘‘২০ বছর ধরে চিনলেও আমি ঠিক জানি না আন্দ্রেয়াস বাম পা নাকি ডান পায়ের ফুটবলার।’’

তিনটি বিশ্বকাপ (১৯৮৬, ১৯৯০, ১৯৯৪) ও তিনটি ইউরো (১৯৮৪, ১৯৮৮, ১৯৯২) খেলেছিলেন ব্রেমা। ১৯৮৪ সালে খেলেছিলেন অলিম্পিকও। ১৯৮৪ সালের ইউরোর সেরা ফুটবলার হয়েছিলেন তিনি। ১৯৯৪ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার বিপক্ষে খেলেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।

১৯৮৬ থেকে ১৯৮৮ পর্যন্ত বায়ার্ন মিউনিখে খেলেছেন ব্রেমা। ১৯৮৮ থেকে ১৯৯২ পর্যন্ত ছিলেন ইন্টার মিলানে। ১৯৯০-৯১’এ ইউরোপা কাপ জিতেছিলেন ইন্টারের হয়ে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত