আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন আনহেল দি মারিয়া। আর্জেন্টিনায় জার্সিতে তাকে আর দেখা যাবে না। ক্লাব ফুটবলেও শেষের অধ্যায় চলছে এই উইঙ্গারের। ইচ্ছা ছিল, শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রাল দিয়ে ফুটবলের ইতি টানবেন। তবে মেয়েকে হত্যার হুমকি পাওয়ায় আর্জেন্টিনায় ফেরার আর ইচ্ছা নেই দি মারিয়ার।
হুমকি হিসেবে বুলেটবিদ্ধ শূকরের মাথা পাঠানো হয়েছে দি মারিয়ার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে। এই ঘটনার পর নিজ শহরে নিরাপত্তাহীনতায় ভুগছেন আর্জেন্টাইন তারকা। এক সাক্ষাৎকারে দি মারিয়া জানিয়েছেন, রোজারিও’র বর্তমান যে অবস্থা, তাতে জন্মভূমি আর্জেন্টিনায় ফিরতে চান না তিনি।
জন্মস্থান রোজারিও সেন্ট্রালের বয়সভিত্তিক দল থেকে উঠে এসে ফুটবল বিশ্বে নিজের ছাপ রেখেছেন দি মারিয়া। ক্যারিয়ারের নানা সময় তিনি জানিয়েছেন, ফুটবল ক্যারিয়ার ইতি টানতে চান রোজারিও সেন্ট্রাল দিয়ে। কিন্তু হত্যার হুমকি পাওয়ায় সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি।
আর্জেন্টাইন এক টেলিভিশনকে দি মারিয়া বলেছেন, “আমর বোনের ব্যবসাপ্রতিষ্ঠানে হুমকি দেওয়া হয়েছে। একটি বাক্সে শূকরের মাথা পাঠানো হয়েছে, যার কপাল বুলেটবিদ্ধ। সঙ্গে একটা চিরকুটও দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, আমি যদি রোজারিও সেন্ট্রালে ফিরি, তাহলে পরবর্তী মাথাটি হবে আমার মেয়ে পিয়ার।”
এই অবস্থায় তার সিদ্ধান্ত, “এভাবে আমি রোজারিওতে ফিরব না। ওরা হাত বাড়িয়েছে আমার পরিবারের দিকে। আমি কোনোভাবেই সেটা হতে দেব না।”
রোজারিওতে এই ধরনের হুমকির ঘটনা নতুন নয়। শুধু হুমকি নয়, গুলি করার ঘটনাও ঘটেছে। গত বছর রোজারিওতে লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পারিবারিক দোকানে গুলি চালিয়েছিল বন্দুকধারীরা।