ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির ভেতর চলছে আইনি লড়াই। আর এর মাঝেই কিনা দুজনে একসঙ্গে কাজ করার প্রস্তাব পেলেন। প্রস্তাবটি দিয়েছেন হলিউড প্রযোজক ড্যানি রসনার।
মিরর ইউএস-এর সঙ্গে আলাপকালে রসনার জানান, প্রাক্তন এই দম্পতিকে এক পর্দায় আনতে বেশ উচ্চাকাঙ্খী তিনি। এতোটাই উচ্চাকাঙ্খী যে, দুজনকে তিনি ‘ব্লাংক চেক’ প্রস্তাব করে রেখেছেন। তার পরবর্তী মুভি ‘দ্য হোটেল মার্টিনেজ’-এ প্রাক্তন পিট-জোলি জুটিকে রাখার ব্যাপারে নাছোড়বান্দা রসনার।
এ প্রসঙ্গে রসনার বলেন, “তাদের ঝামেলাগুলো আপাতত সরিয়ে রেখে, সিনেমা শিল্পের স্বার্থে কাজ করার প্রস্তাব দিয়েছি।”
রসনার আরও জানান, তার ‘ব্লাংক চেক’ প্রস্তাবকে আসন্ন সিনেমার লগ্নিকারীরা সাধুবাদ জানিয়েছেন। সিনেমাটিক উচ্চাকাঙ্ক্ষার বাইরে ‘দ্য হোটেল মার্টিনেজ’ নিয়ে প্রযোজকের আছে অন্য উদ্দেশ্য। তার মতে সিনেমাটি ‘উপশম’ এর একটা উপায় হতে পারে। তবে কীসের উপশমের কথা তিনি বলছেন তা জানা যায়নি।
ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনা একসঙ্গে ২০১৫ সালে ‘বাই দ্য সি’ সিনেমার কাজের পর ব্র্যাড ও জোলির বিচ্ছেদ ঘটে। মজার ব্যাপার হলো, সিনেমাটিতে তাদের এমন এক দম্পতির চরিত্রে দেখা গিয়েছিল যারা কথাবার্তা বন্ধ করে দিয়ে সম্পর্ক নিয়ে লড়াই করছিলেন।
উল্লেখ্য যে, ২০১৬ সালে বিচ্ছেদের পর থেকে জোলি এবং পিটের মাঝে খুব ভালো সময় যাচ্ছে না।