লন্ডন ফিল্ম ফেস্টিভালে অ্যাঞ্জেলিনা জোলির লাল গালিচায় হাঁটার দিন যুক্তরাজ্যে তার অভিনীত সিনেমা ‘মারিয়া’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো। জ্যাকুলিন কেনেডি এবং প্রিন্সেস ডায়ানার মতো বিখ্যাত নারীদের নিয়ে সিনেমা নির্মাণের পর পরিচালক পাবলো লাররাইন মন দেন এই সিনেমায়।
শুক্রবার প্রিমিয়ার হওয়া ‘মারিয়া’-এর চিত্রনাট্য লিখেছেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট। সিনেমায় দেখানো হয়েছে অপেরা গায়ক মারিয়া ক্যালাসের জীবনের শেষ দিনগুলো, যার পটভূমি প্যারিস।
সিনেমা বোদ্ধাদের অনেকেই মনে করছেন, মারিয়া ক্যালাস চরিত্রে অভিনয়ের জন্য জোলি পেতে পারেন অস্কার।
ক্যালাস ছিলেন গ্রীক বংশদ্ভূত আমেরিকান অপেরা সঙ্গীত শিল্পী। তিনি ছিলেন অপেরা জগতের একজন তারকা ব্যক্তিত্ব। ‘মারিয়া’ সিনেমার গানের দৃশ্যে অ্যাঞ্জেলিনা জোলির কণ্ঠের পাশাপাশি পুরোনো রেকর্ড থেকে কালাসের কণ্ঠও ব্যবহার করা হয়েছে।
হলিউড রিপোর্টারের সঙ্গে কথা বলার সময় জোলি বলেন, “আমি নিশ্চিত আমাদের মধ্যে কিছু মিল খুঁজে পাওয়া যাবে যেহেতু আমরা দুজনেই নারী। তবে যেটা নিয়ে আমি আসলে নিশ্চিত নই সেটা হলো, জনসমক্ষে আমাদের দুইজনের অদ্বৈত সত্তা (চরিত্র বোঝাতে) কতটা স্বাচ্ছন্দে তুলে ধরতে পেরেছি।”
সাম্প্রতিক বছরগুলোতে চলচ্চিত্রে কম কাজ করা প্রসঙ্গে জোলি বলেন, “আমার সন্তানদের সাথে বাড়িতে আমাকে বেশি সময় দিতে হচ্ছিল। তবে এখন আমি ফিরে আসার জন্য প্রস্তুত।”
এ বিষয়ে তিনি বলেন, “বাচ্চারা বড় হচ্ছে, স্বাবলম্বীও হচ্ছে … আমার প্রয়োজন তাই কমে আসছে, এখন তাই মাঝে মাঝেই বাইরে যেতে পারছি।”
সিনেমাটি ইতিমধ্যে পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্যালাস চরিত্রের জন্য জোলি পেয়েছেন সমালোচকদের প্রশংসা।
চলচ্চিত্রভিত্তিক অনলাইন পোর্টাল অ্যাওয়ার্ডসওয়াচের লেখক সোফিয়া সিমিনেলো বলেন, “মারিয়া ক্যালাস চরিত্রে জোলির অভিনয় মনমুগ্ধকর। তিনি এই চরিত্রকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন।”
তিনি আরও বলেন, “চরিত্রের মধ্যে তিনি হারিয়ে যাননি, বরং চরিত্রকেই যেন অতিক্রম করেছেন।”
চলচ্চিত্রভিত্তিক আরেক পোর্টাল নেক্সট বেস্ট পিকচারের লেখক ইমা সাসিক লিখেছেন, “প্রধান চরিত্রে জোলি ছিলেন অসাধারণ।”
অ্যাঞ্জেলিনা জোলির উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে চেঞ্জলিং, ম্যালেফিসেন্ট, সল্ট, মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ, দ্য বোন কালেক্টর এবং লারা ক্রফট: টুম্ব রাইডার।
‘মারিয়া’ সিনেমাটি অবশ্য আগামী বছরের ১০ জানুয়ারি যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।