Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

‘বিষাদের রঙ’-নিয়ে হাজির ‘নাসেক নাসেক’ শিল্পী অনিমেষ রায়

animesh-roy-song-bishad-color
[publishpress_authors_box]

কোক স্টুডির ‘নাসেক নাসেক’ গানে দারুণ জনপ্রিয়তা পাওয়া শিল্পী অনিমেষ রায় তার নিজের নতুন গান প্রকাশ করেছেন তার নিজের ইউটিউব চ্যানেলে।

বুধবার প্রকাশিত এই শিল্পীর নতুন মৌলিক গানটি নিয়ে তিনি বলেন, “গানটা জ্যাজ টাইপের রক মিক্স করা। বলতে পারেন এ ধরনের গানে আমার প্রথম অভিজ্ঞতা। অনেক আগে আমার এক বড় ভাই গানের কথাটি আমার হাতে তুলে দিয়েছিলেন। তারপর নিজেই সুর করেছি।”

ফোক গানেই মূলত শ্রোতাপ্রিয়তা পেয়েছেন অনিমেষ। কিন্তু ফোক ধাঁচের গানের বাইরেও একটি আলাদা জগত আছে অনিমেষের। তারই উদাহরণ সদ্য মুক্তি পাওয়া ‘বিষাদের রঙ’ গানটি।

তুষার সরকারের কথায় ফোকের অনিমেষ কী করে সৃষ্টি করলেন এমন রক জনরার গান?

জবাবে তিনি বলেন, “সব জনরার গানই তো শোনা আছে। গানের কথার সাথে সুরের চলনটাই রক জনরার দিকে নিয়ে গেল। এমন আরও কিছু গান করার ইচ্ছে আছে।”

অনিমেষ জানান, নিজের কথা-সুরেই গাইতে পছন্দ করেন তিনি। ‘বিষাদের রঙ’ তার সপ্তম মৌলিক গান। নিজের সংগ্রহে বেশ একটা গানের ভাণ্ডার আছে তার। সেসব গান থেকেই ধীরে ধীরে শ্রোতাদের সামনে নতুন গানগুলো প্রকাশিত হবে।

এবার পূজায় ময়মনসিংহে নিজ গ্রামেই আছেন অনিমেষ। শ্রোতাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতেই এ গানটি প্রকাশ করলেন।

গানে ভিডিওটি নির্মাণ করেছেন রাফসান জানি। গানের চিত্রায়নে অনিমেষকে দেখা যাবে গানের মেজাজেই। সঙ্গে অভিনয় করেছেন প্লাবন ও নাহরির সারাহ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত