বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা খেলবেন ফর্টিস এফসি লিমিটেডে।
২০২২ সালের ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। নেপালের হয়ে ৩ টি গোলই করেছিলেন অঞ্জন। নেপালের হয়ে ৬০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৩ টি গোল করেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
তাকে দলভুক্ত করা প্রসঙ্গে ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, “আমাদের চার জন বিদেশি খেলোয়াড় আছে। এখন মনে হচ্ছে আরও একজন হলে ভালো হতো। তাই অঞ্জনকে আনছি আমরা। ও বক্সে দারুণ খেলে। ভারতের আই লিগে খেলার অভিজ্ঞতা আছে। আশা করছি এখানে এসে ভালো করতে পারবে। আমাদের দলও উপকৃত হবে।”
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের পাঁচে আছে ফর্টিস এফসি। ৯ ম্যাচে ৩টি জয়, ৩টি ড্র ও ৩টি হারে ১২ পয়েন্ট ফর্টিস এফসির। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।