ফুটবল ক্যারিয়ার ছেড়ে বিয়ে করেছেন সিরাত জাহান স্বপ্না, আনাই মগিনি। সাফ জয়ী দুই নারী ফুটবলারদের মতো এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আরেক সাফজয়ী ফুটবলার আঁখি খাতুন। পাত্র মোঃ শরীফুল ইসলাম টিংকু, বর্তমানে চীনের একটি একাডেমিতে টেনিসের প্রধান কোচ হিসেবে কর্মরত।
আগামী ৭ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরের দ্বাবারিয়া বাজার সংলগ্ন আঁখিদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
টিংকুর সঙ্গে আঁখির পরিচয় ফুটবলের সুবাদে। আঁখির খেলা দেখে ভালো লেগে যায় টিংকুর। সরাসরি মাঠে বসে আঁখির খেলা দেখবেন বলে চীন থেকে চলে আসেন ঢাকায়। আঁখির খেলার ভক্ত থেকে এরপর প্রেমিক বনে যান তিনি।
উচ্ছ্বসিত আঁখি সকাল সন্ধ্যাকে বলেন, “বিয়ের পরও আমি খেলা চালিয়ে যাব। সে আমাকে সব রকমের সমর্থন দেবে। আমি ভেবেচিন্তে সব সিদ্ধান্ত নিয়েছি ।“ টিংকুর সঙ্গে পরিচয়ের গল্পটা বলে যান আঁখি, “২০২২ সালে ঢাকায় একটি আন্তর্জাতিক ম্যাচ দেখতে চীন থেকে চলে আসে টিংকু। ওর সঙ্গে আসলে পরিচয় হয়েছিল খেলার মাঠে। এরপর নিয়মিত যোগাযোগ হতো ফেসবুকে। সে আমার খেলার অনেক বড় ভক্ত।”
টিংকুর মাধ্যমেই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আঁখি চীনে চলে যান ২০২৩ সালে। বর্তমানে সেখানেই অবস্থান করছেন এই ফুটবলার।
বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের রক্ষণভাগের অন্যতম সেরা ফুটবলার ছিলেন আঁখি। ছোট থেকেই গড়ন, উচ্চতা ও লড়াকু ফুটবল দিয়ে আলাদাভাবে নজর কাড়েন। মেয়েদের ফুটবলে বাংলাদেশের প্রায় সব সাফল্যেই অগ্রনায়ক হয়ে রয়েছেন।
চীনের হাইকোউ শহরের একটি ফুটবল অ্যাকাডেমিতে খেলার পাশাপাশি পড়ালেখা চালিয়ে যাচ্ছেন আঁখি।