Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

এইচএসসি পরীক্ষা : ২৯ জুন থেকে বন্ধ থাকবে কোচিং সেন্টার

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করার জন্য কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি : বাসস
এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করার জন্য কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি : বাসস
[publishpress_authors_box]

এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করতে প্রায় দেড় মাস বন্ধ থাকবে দেশের কোচিং সেন্টারগুলো। ৩০ জুন শুরু হতে যাচ্ছে এই পরীক্ষা, সে হিসেবে আগামী ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে কোচিং সেন্টার।

বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে এবং নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা নেওয়ার জন্যই কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেটে চলমান বন্যার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সিলেটে যে বন্যা হচ্ছে তার ফলে সেখানকার এইচএসসি পরীক্ষা বন্ধ রাখার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি, সেখানেও পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি বন্যা পরিস্থিতির অবনতি হয়, সেক্ষেত্রে পরীক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে তখন সিদ্ধান্ত নেওয়া হবে।”

এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হলেও এইচএসসিতে ভর্তির যে তথ্য প্রকাশ হয়েছে সে সম্পর্কেও শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা।

মন্ত্রী বলেন, নতুন নিয়ম অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষায় দুই বিষয়ে ফেল করলেও এইচএসসিতে ভর্তি হওয়া যাবে। তবে এক্ষেত্রে শিক্ষার্থী পূর্ণ সনদ পাবে না; কেবল নম্বরপত্র পাবে। পূর্ণ সনদ পেতে পরবর্তীতে দুই বিষয়ে পরীক্ষা দিয়ে অবশ্যই পাস করতে হবে।

চলতি বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এরমধ্যে ছাত্র সংখা ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী সংখা ৭ লাখ ৫০৯ জন।

এবার মোট কেন্দ্র ২ হাজার ৭২৫ টি ও মোট শিক্ষা প্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩টি।

২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ২৯৪টি, কেন্দ্র বেড়েছে ৬৭টি।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন শুরু হয়ে শেষ হবে ১১ আগস্ট। এরপর ১২ আগস্ট শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। যা শেষ হবে ২১ আগস্ট।

কারিগরি বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন শুরু হয়ে শেষ হবে ১৮ জুলাই, ব্যবহারিক পরীক্ষা ১৯ জুলাই থেকে চলবে ৪ আগস্ট পর্যন্ত।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত