Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

সেপ্টেম্বরেও বন্যার শঙ্কা

ন্যায় এখনও দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন এলাকার বাসিন্দা। কুমিল্লার বুড়িচং থেকে তোলা ছবি
বন্যায় এখনও দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন এলাকার বাসিন্দা। কুমিল্লার বুড়িচং থেকে তোলা ছবি : সকাল সন্ধ্যা
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

আগস্টের মতো চলতি সেপ্টেম্বর মাসেও দেশের কিছু স্থানে স্বল্প মেয়াদে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার আবহাওয়া অধিদপ্তরের এক মাস মেয়াদি পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমি ভারি বৃষ্টিপাতজনিত কারণে কতিপয় স্থানে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

কয়েকদিনের টানা ভারি বৃষ্টির সঙ্গে উজান থেকে নেমে আসা ঢলের পানিতে আগস্টে দেশের ১১ জেলায় (ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার) বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৭ জেলার (চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি, হবিগঞ্জ সিলেট, ব্রাহ্মণবাড়ীয়া ও কক্সবাজার) বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং কুমিল্লা, নোয়াখালী ও লক্ষীপুর জেলার বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে।

এই বন্যায় এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪১ জন পুরুষ, ৬ জন নারী ও ১২ জন শিশু।

আগস্টে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৪৬ দশমিক ২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে জানিয়ে আবহাওয়ার এক মাস মেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

সেপ্টেম্বরে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনদিন মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারাদেশে তিন থেকে পাঁচদিন হালকা বজ্রঝড় হতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই মাসে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ (তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বরে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।

এদিকে, আগস্টে ভারতজুড়ে স্বাভাবিকের চেয়ে ১৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে জানিয়ে দেশটির আবহাওয়া অধিদপ্তরও আভাস দিয়েছে, সেপ্টেম্বরে ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত