Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

চলে গেলেন স্বাধীন বাংলা দলের আরেক ফুটবলার

স্বাধীন বাংলা দলের ফুটবলার ফজলে সাদাইন খোকন।
স্বাধীন বাংলা দলের ফুটবলার ফজলে সাদাইন খোকন।
[publishpress_authors_box]

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন ১৮ নভেম্বর। তার মৃত্যুর পর এবার পরপারে চলে গেলেন আরেক সদস্য ফজলে সাদাইন খোকন। শনিবার মারা গেছেন এই ফুটবলার।

স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড় আশরাফ আলী খোকনের মৃত্যু নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, “বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিল খোকন। সে রাজশাহীতে থাকত। তার স্ত্রী জানায় ঢাকায় এক হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে, এখন মরদেহ রাজশাহীতে নিয়ে যাচ্ছে।”

দেশ স্বাধীন হওয়ার পর খোকন ফুটবল খেললেও জাতীয় দলে ডাক পাননি। অবসরের পর ফুটবলের সঙ্গে সেভাবে সম্পৃক্ত ছিলেন না। ফুটবলার খোকন মিডফিল্ড পজিশনে খেলতেন। মূলত স্বাধীন বাংলা দল ছাড়াও ইপিডিসেতে খেলেছে। খেলা ছাড়ার পর রাজশাহীতেই থাকতেন তিনি।

খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন খোকন।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত