আন্দোলনরত সাধারণ আনসার সদস্যদের দাবি-দাওয়ার বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এই কমিটিকে সাতদিনের মধ্যে আনসারদের দাবি দাওয়ার বিষয়ে সরকারের কাছে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আহ্বায়ক করে গঠন করা এই কমিটিতে রয়েছেন মোট দশ জন।
রবিবার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব কে এম আলামিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটিতে থাকা ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়।
গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা দাবি নিয়ে মাঠে নামে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এসময় নিজেদের দাবি দাওয়া নিয়ে পথে নামে আনসার বাহিনী। চাকরি জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরেই বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আনসার সদস্যরা। বৃহস্পতিবার রাতে ঢাকার শাহবাগ এবং বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
সর্বশেষ, কয়েক হাজার আনসার সদস্য রবিবার সকাল ৮টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন। তাদের সমাবেশের কারণে তোপখানা রোড থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত সড়ক বন্ধ করে দেয় পুলিশ।
আন্দোলনরত কয়েক হাজার আনসার সদস্য দুপুর ১২ টার দিকে সচিবালয় ঘেরাও করার পর তাদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। সেখানে ছিলেন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদও। তারপরই কমিটি গঠনের কথা জানানো হলো।
এর আগে শনিবার গণমাধ্যমে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে, সাধারণ আনসারদের ৩ বছর চাকরিকালের পর যে বিশ্রাম দেওয়া হয়, তার বদলে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে। আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনও নিয়োগ দেওয়া হবে না।
দাবি পূরণের প্রক্রিয়ার বিষয়ে সেই বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের কথা বলা হয়, যে কমিটি সাধারণ আনসার সদস্যদের সব দাবি-দাওয়া পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশ প্রণয়ন করে সরকারকে দেবে।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠন করা কমিটিতে সদস্য সচিব করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) জাহানারা আক্তারকে।
কমিটিতে থাকা বাকি সদস্যরা হলেন- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তরের উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল তসলিম এহসান, ২৭ আনসার ব্যাটালিয়ন, সুয়ালক, বান্দরবানের পরিচালক রাসেল আহমেদ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (রেকর্ড) মো. আবুল কালাম আজাদ, ১৩ আনসার ব্যাটালিয়ন, মারিশ্যা, বাঘাইছড়ি, রাঙ্গামাটির কোম্পানি কমান্ডার মো. হুমায়ুন কবির শরীফ এবং সাধারণ অঙ্গীভূত আনসার সদস্য কর্তৃক গঠিত আহ্বায়ক কমিটির চারজন সদস্য।