Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ট্রেনে কাটা পড়ে পায়ের আঙুল হারালেন আনু মুহাম্মদ

আনু মুহাম্মদ - ফাইল ছবি
আনু মুহাম্মদ - ফাইল ছবি
[publishpress_authors_box]

ঢাকার খিলগাঁওয়ে ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় পড়লেন অধ্যাপক আনু মুহাম্মদ, হারাতে হল বাঁ পায়ের সব আঙুল।

রবিবার সকাল ১০টার দিকে খিলগাঁও রেলগেটে ট্রেন থেকে নামার সময় তিনি পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

সকাল ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

তিনি বলেন, ট্রেনে বাঁ পায়ের আঙুল কাটা অবস্থায় অধ্যাপক আনু মুহাম্মদকে হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন। এরপর চিকিৎসকরা দ্রুতই তার পায়ে অস্ত্রোপচার করেন।

হাসপাতালে থাকা বিপ্লবী কমিউনিস্ট লিগের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম জানান, আনু মুহাম্মদের বাম পায়ের পাঁচটি আঙুলই ফেলে দিতে হয়েছে। ডান পায়ের বৃদ্ধাঙ্গুলও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তাকে পোস্ট অপারেটিভে রাখা হয়েছে। ছয় ঘণ্টা পর তাকে কেবিনে নেওয়া হতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বিধান সরকার জানান, আনু মুহাম্মদের অবস্থা এখন স্থিতিশীল।

আঙ্গুল প্রতিস্থাপন কিংবা পরবর্তী করণীয় সম্পর্কে নতুন মেডিকেল বোর্ড গঠন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদ বামপন্থিদের নেতৃত্বাধীন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃত্ব দিয়ে আসছিলেন।

তিনি দিনাজপুর থেকে ট্রেনে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত