কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে জনপ্রিয়তার কারণে তৃতীয়বার মনোনয়ন দেওয়া হয় বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবগঠিত যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্যদের পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।
এমপি আনারকে তৃতীয়বার মনোনয়ন দেওয়ার পেছনে তার জনপ্রিয়তা কারণ ছিল দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “এলাকায় গিয়ে দেখেন তার জন্য শোকার্ত এলাকার মানুষরা।
“ভেতরে সে কোনও অপকর্ম করে কি না, এসব যখন প্রমাণ হয় তখন শেখ হাসিনা কাউকে ছাড় দেন না, দলের লোক হলেও। ‘জিরো টলারেন্স’ নীতি তার। ভারতের গণমাধ্যমে এসেছে চোরাচালানের কথা। তার মৃত্যুর আগে দেশের কোনও সাংবাদিকের অনুসন্ধানী প্রতিবেদনে কেন বিষয়টা এল না?”
যানজট নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, “এয়ারপোর্টে গিয়ে অনেকে ফ্লাইট মিস করতো যানজটের কারণে। এখন ফার্মগেট থেকে এয়ারপোর্ট ১০ মিনিট সময় লাগে। সময়মতো এখন এয়ারপোর্ট পৌঁছানো যায়। আমার মাথার ওপর প্রধানমন্ত্রীর হাত এবং ছায়া না থাকলে কখনওই আমি এসব করতে পারতাম না।”
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাকশালের ৭১তম সদস্য উল্লেখ করে ওবায়দুল কাদের। তিনি বলেন, “১৫ আগস্টে যদি জিয়াউর রহমান জড়িত না থাকতো তাহলে কিলারদের নিরাপদে কে পাঠাল, তাদের চাকরি কারা দিয়েছে? খুনিদের বাঁচাতে পঞ্চম সংশোধনী কেন এনেছিলেন জিয়া?”
তথ্যসূত্র : বাসস