বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের হাত থাকার অভিযোগকে হাস্যকর বলে অভিহিত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে মতামত জানতে চাওয়া হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল এই প্রতিক্রিয়া জানান।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে গত ৫ অগাস্ট ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার একটি বিবৃতির খবর গত শনিবার প্রকাশ করে ভারতের অনলাইন পোর্টাল দ্য প্রিন্ট, যার শিরোনাম ছিল– “নীরবতা ভেঙেছেন শেখ হাসিনা, দায়ী করেছেন যুক্তরাষ্ট্রকে, অন্তর্বর্তী সরকারকেও ব্যবহৃত না হতে হুঁশিয়ার করেছেন।”
ওই প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে একটি বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা, যা দ্য প্রিন্টও দেখেছে, সেই বিবৃতিতে বাংলাদেশে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হচ্ছে।
তবে দ্য প্রিন্টে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় শনিবারই শেখ হাসিনার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, শেখ হাসিনার যে বিবৃতির খবরটি ভারতের সংবাদমাধ্যম দিয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।
সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ জয় এ বিষয়ে লেখেন, “আমার মায়ের বরাতে যে খবর একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও অতিরঞ্জিত। আমি মাত্রই তার কাছ থেকে নিশ্চিত হলাম যে ঢাকা ছাড়ার আগে-পরে কোনও বিবৃতি তিনি দেননি।”
তবে জয়ের দাবি করা ওই মিথ্যা প্রতিবেদনে আসা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের হাত থাকার অভিযোগ প্রসঙ্গেই মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মতামত জানতে চাওয়া হয়।
জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, “এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগে আমেরিকার কোনও ধরনের সম্পৃক্ততা ছিল– এমন ধারণা সম্পূর্ণ মিথ্যা।”
তিনি বলেন, “সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা অনেক ভুল তথ্য দেখেছি এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ার আমাদের অংশীদারদের সঙ্গে ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে তথ্যের সত্যতা নিশ্চিত করার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”