Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

ইউসিবির নতুন চেয়ারম্যান অপরূপ চৌধুরী

অপরূপ চৌধুরী
অপরূপ চৌধুরী
[publishpress_authors_box]

বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক অপরূপ চৌধুরী।

মঙ্গলবার ঢাকার গুলশানে ইউসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

অপরূপ চৌধুরী ২০১৭ সালের মে থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে অপরূপ চৌধুরী তৃণমূল প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন।

একই দিন ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বশির আহমেদ।

গত ৫ আগস্ট সরকার পতনের পর ইউসিবির তৎকালীন চেয়ারম্যান রুখমিলা জামান পদত্যাগ করেন। তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের স্ত্রী। তাদের দুজনের নামে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে সম্পদ রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

এ ছাড়া তাদের নামে থাকা বিদেশি ব্যাংকের হিসাবগুলোতেও বড় অঙ্কের অর্থ জমারও খবর মিলেছে। কীভাবে এই সম্পদ তারা বিদেশে নিলেন তা নিয়ে অনুসন্ধান করছে আর্থিক গোয়েন্দা সেল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সরকার পতনের পরপরই সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী, পুত্র-কন্যা এবং তাদের নামে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করতে দেশের ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছিল বিএফআইইউ।

সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ২০১৮-২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটির কর্মীদের একাংশের বিক্ষোভের মধ্যে পরিবর্তন আসে চেয়ারম্যান পদে। গত ১৪ আগস্ট নতুন চেয়ারম্যান হিসেবে ব্যাংকের ওয়েবসাইটে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বোন রোকসানা জামান চৌধুরীর নাম প্রকাশ করা হয়।

তবে কোন প্রক্রিয়ায় তাকে ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে সে বিষয়ে ইউসিবির পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এর ১৩ দিনের মাথায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় নতুন চেয়ারম্যান হিসেবে অপরূপ চৌধুরী নির্বাচিত করা হলেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত