সম্প্রতি বিভিন্ন থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে ব্যাপক হামলার শিকার হয় দেশের অনেক থানা ও কারাগার। ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি অনেক থানা ও কারাগার থেকে লুট হয় অস্ত্র ও গোলাবারুদ।
শুক্রবার আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি দেশের বিভিন্ন থানা ও কারাগার হতে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের কিছু ঘটনা ঘটেছে।
“এক্ষেত্রে কারও কাছে রক্ষিত এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ অথবা এ সংক্রান্ত কোন তথ্য থাকলে অতি দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে জমা অথবা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।”