ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে ১৬৯টি শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থী ভর্তি নিতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ।
দুই মাসের মধ্যে হাইকোর্টকে এ সংক্রান্ত রুল নিষ্পত্তির নির্দেশও দিয়েছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
আদালতে আপিলকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান ও সাঈদ আহমেদ রাজা। স্কুলের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার।
হাইকোর্টের আদেশে স্থিতাবস্থার বিষয়ে আইনজীবী শামীম সরদার সকাল সন্ধ্যাকে বলেন, আপিল বিভাগ শুনানি নিয়ে সাবজেক্ট ম্যাটারে স্ট্যাটাস কো (বিষয়বস্তুর ওপর স্থিতাবস্থা) দিয়েছেন। পাশাপাশি হাইকোর্টকে দুই মাসের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বেঞ্চ।
এ আদেশের ফলে এখন সবকিছুই স্থিতাবস্থায় থাকবে জানিয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পক্ষের আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম বলেন, আপিল বিভাগের আদেশের ফলে প্রথম শ্রেণিতে নতুন করে কেউ ভর্তি হতে পারবে না। যাদের ভর্তি বাতিল করা হয়েছে, তা বাতিলই থাকবে।
গত ৬ মার্চ প্রথম শ্রেণিতে ভর্তি বাতিল করা ১৬৯ শিক্ষার্থীর শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থী ভর্তি নিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেয় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ।
এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তির ক্ষেত্রে বয়সের নিয়ম না মানার অভিযোগ এনে প্রথম শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক দুই শিক্ষার্থীর অভিভাবক গত ১৪ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন।
ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২৩ জানুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দেয়। হাইকোর্টের আদেশ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি একটি স্মারক হাইকোর্টে উপস্থাপন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের চারটি শাখায় ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে বিধিবহির্ভূতভাবে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে জরুরি ভিত্তিতে মাউশিকে অবহিত করতে বলা হয়।
সেদিন শুনানি নিয়ে হাইকোর্ট মাউশির ওই সিদ্ধান্ত (স্মারক) বাস্তবায়ন (কমপ্লায়েন্স) বিষয়ে হলফনামা আকারে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে ৬ মার্চের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়।
এর ধারাবাহিকতায় ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে বলে আদালতকে জানায় স্কুল কর্তৃপক্ষ। এরপর ১৬৯ শিক্ষার্থীর শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তির নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।