Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

৯ বছর পর কনডেম সেলের আসামির আবেদন শুনবে আপিল

high court
[publishpress_authors_box]

১৬ বছর ধরে কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কাজি আব্দুল্লাহ আল মাসুমের আবেদন ৯ বছর পর শুনতে যাচ্ছে আপিল বিভাগ।

২০১৫ সালে হাইকোর্টের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। এতোদিন সেই আপিলের শুনানি হয়নি।

সর্বোচ্চ আদালত জানিয়েছে, বুধবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কাজি আব্দুল্লাহ আল মাসুমের আপিলের বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকার অগ্রভাগে থাকবে।

আসামিপক্ষের আইনজীবী খুরশিদ আলম খান মঙ্গলবার আপিল শুনানির আবেদন জানালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ তিন বিচারপতির বেঞ্চ বুধবার দিন ধার্য করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, “দস্যুতা ও হত্যার অভিযোগে করা এক মামলায় ২০০৮ সালের ৩০ নভেম্বর কাজি আব্দুল্লাহ আল মাসুমকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্র‍াইব্যুনাল। রায়ের বিরুদ্ধে আপিল করা হলে হাইকোর্টও সে দণ্ড বহাল রাখে।

“এরপর ২০১৫ সালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামি কাজি আব্দুল্লাহ আল মাসুম আপিল করেন। দীর্ঘ ৯ বছরেও সেই আপিলের শুনানি হয়নি। বিচারিক আদালতের রায়ের পর থেকে ১৬ বছর ধরে কনডেম সেলে বন্দি তিনি। এসব কারণে দ্রুত তার আপিলটি শুনানির জন্য আবেদন জানানো হয়।”

মঙ্গলবার আপিল শুনানির আবেদন জানানোর সময় খুরশিদ আলম খান আদালতকে বলেন, “মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কাজি আব্দুল্লাহ আল মাসুমের আপিল দীর্ঘদিন ধরে শুনানির অপেক্ষায় রয়েছে। ১৬ বছর ধরে কনডেম সেলে আছেন তিনি। তার আপিল একটু দ্রুত শুনানির আবেদন করছি।”

এরপর আপিল বিভাগ বিষয়টি বুধবার শুনানির কার্যতালিকার ২০ নম্বর আইটেমের মধ্যে থাকবে বলে জানায়।

এর ফলে দ্রুতই এ মামলার আপিল শুনানি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত