Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

কেন্দ্রীয় ব্যাংকে দুই ডেপুটি গভর্নর নিয়োগ

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়।
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

বাংলাদেশ ব্যাংকে নতুন দুজন ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। এরা হলেন মো. জাকির হোসেন চৌধুরী ও মো. কবির আহাম্মদ। আগামী তিন বছরের জন্য তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতদিন দুজনই বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ইডি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করা ও অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ে চলে রদবদল। যার ধারাবাহিকতায় ডেপুটি গভর্নরসহ সব চুক্তিভিত্তিক কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পদত্যাগপত্র জমা দেন তৎকালীন ডেপুটি গভর্নর কাজী ছায়েদুর রহমান ও মো. খুরশীদ আলম। ওই দুটি শূন্য পদেই নতুন দুজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলো। জ্যেষ্ঠতার ভিত্তিতে তারা এ নিয়োগ পেয়েছেন।

তবে উপদেষ্টা আবু ফরাহ মো. নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস পদত্যাগ করলেও তাদের পদ এখনও শূন্য রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত